জনগণের জীবিকার উন্নয়ন ও সমাজ নির্মাণে প্রচেষ্টা চালিয়েছে চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন
  2017-03-04 12:48:38  cri
মার্চ ৪: বিগত বছর চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন জনগণের জন্য কাজ এবং জনগণের জীবিকার উন্নয়ন ও সমাজ নির্মাণে প্রচেষ্টা চালিয়েছে।

চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ইউ চেং শেং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে দ্বাদশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের পঞ্চম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তার রিপোর্টে একথা বলেন।

তিনি বলেন, গত বছর গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির সদস্যরা স্বাস্থ্যব্যবস্থার সংস্কার, চিকিত্সা ও ঔষুধসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। তা ছাড়া, শিক্ষা ও শিক্ষাদানের গুণগত মানের উন্নয়ন, বাধ্যতামূলক শিক্ষার ভারসাম্য উন্নয়ন ও বিশেষ শিক্ষাদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মসংস্থান এবং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছাত্রছাত্রীদের শিল্প সৃষ্টি করার ক্ষেত্রে পথনির্দেশনা পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। আইনের শাসন এবং সমাজ পরিচালনাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দাতব্য আইন নিয়ে গবেষণা করে আলোচনাও করা হয়।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040