বেহালা সংগীত-২
  2017-03-03 09:23:58  cri


সুপ্রিয় শ্রোতবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা।

বন্ধুরা, গত অনুষ্ঠানে আমরা শুনেছি পিয়ানোর সুর। অবশ্যয়ই আপনাদের মনে এ কথা আছে। বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে মানুষ শান্তি পায়। শুধু পিয়ানো নয়, বেহালাও খুবই জনপ্রিয় এক ধরণের বাদ্যযন্ত্র। তাহলে আজকের সুরের ধারায় আমরা বেহালার কিছু সুর শুনবো। এ অনুষ্ঠানে আমরা কখনও কখনও চীনা জনপ্রিয় গান শুনি, কখনও কখনও ক্ল্যাসিকেল সংগীত শুনি। আশা করি আপনাদের ভাল লাগে। বেহালার দু'টি সুর দিয়ে শুরু করছি আজকের সুরের ধারায়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআইয়ের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনারা কোনো প্রিয় গান শুনতে চাইলে জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। এছাড়া কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের পক্ষ থেকে দেওয়া হবে কিছু পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের মূল চালিকাশক্তি। আজ আমরা বেহালার সুর শুনছি। বেহালার সুরের মাধ্যমে আমি আনন্দ ও শান্তি পেয়েছি। আশা করি আপনারাও একই অনূভুতি পেয়েছেন। এখন অনুষ্ঠান চলছে, আমার সঙ্গে বেহালার সুরের জগতে প্রবেশ করুন। চলুন তাহলে।

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। শ্রোতাবন্ধুরা, আপনাদের মধ্যে অনেকই গান লিখতে পারেন। তাই না? আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চাইলে আমাকে ইমেল পাঠান। আমার ইমেল ঠিকানা, lianglilin@cri.com.cn। ইমেলের মাধ্যমে নিজেদের লেখা গান পাঠাতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজ আমাদের সুরের ধারায় থিম হলো বেহালার সুর।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আজকের 'সুরের ধারায়' শেষ হয়ে গেলো। আশা করছি আমার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আনন্দ পেয়েছেন। অবশেষে বেহালার দু'টি সুর দিয়ে শেষ করছি আজকের 'সুরের ধারায়'।

শ্রোতা বন্ধুরা, 'সুরের ধারায়' আবারো আপনাদের শোনাবো সুন্দর ও নতুন নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। কথা হবে। (লতা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040