মার্চ ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় ইন্টারনেট তথ্য কার্যালয় আজ (বুধবার) বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে 'ইন্টারন্যাশনাল স্ট্রাটেজি ফর সাইবারস্পেস' (আইএসসি) প্রকাশ করে। চীন এই প্রথম ইন্টারনেট সমস্যা সমাধানকল্পে আন্তর্জাতিক কৌশলপত্র প্রকাশ করলো।
এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বুধবার এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, এই কৌশলপত্রের মূল প্রতিপাদ্য হচ্ছে: সহযোগিতা, শান্তিপূর্ণ উন্নয়ন, ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ।
মুখপাত্র জানান, কৌশলপত্রে আন্তর্জাতিক সমাজের প্রতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্মুক্ত, নিরাপদ, সুশৃঙ্খল, ও সকলের জন্য কল্যাণকর সাইবারস্পেস গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
মুখপাত্র আরও জানান, কৌশলপত্রে এমন ছয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেগুলো অর্জনের জন্য চীন প্রচেষ্টা চালাবে। লক্ষ্যগুলো হচ্ছে: দৃঢ়তার সাথে চীনের ইন্টারনেটের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং একে উন্নত থেকে উন্নততর করা; সাইবারস্পেসসংক্রান্ত আন্তর্জাতিক নিয়মব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা; ইন্টারনেটের ন্যায়সংগত সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া; নাগরিকদের বৈধ অধিকার রক্ষা করা; বৈশ্বিক ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা; এবং ইন্টারনেট সংস্কার খাতে পারস্পরিক বিনিময় গভীরতর করা। (ইয়ু/আলিম)