'শাংহাই ঘোষণা'-র ৪৫তম বার্ষিকীতে লস অ্যাঞ্জেলেসে বিশেষ যৌথসভা অনুষ্ঠিত
  2017-03-01 18:30:11  cri
মার্চ ১: 'শাংহাই ঘোষণা' প্রকাশের ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে গতকাল (মঙ্গলবার) একটি যৌথসভার আয়োজন করা হয়। নিক্সন লাইব্রেরিতে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে আয়োজন করে চীনের কনস্যুলেট জেনারেল এবং রিচার্ড নিক্সন ফাউন্ডেশান।

লস অ্যাঞ্জেলেসে চীনা কনসুল জেনারেল লিউ চিয়ান সভার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, 'শাংহাই ঘোষণা'য় একচীন নীতি'র কথা বলা হয়েছে, যার ঐতিহাসিক তাত্পর্য রয়েছে। ১৯৭৯ সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠার পরবর্তী ৩৮ বছরে দু'দেশের সম্পর্ক অনেক সমৃদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে নিক্সন ফাউন্ডেশানের প্রেসিডেন্ট বিল বারিবোল্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফরের পর থেকেই দু'দেশের সম্পর্ক উন্নত হতে শুরু করে। দু'দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও বিনিময় ও সহযোগিতা তাত্পর্যপূর্ণভাবে বেড়েছে। এতে দু'দেশের জনগণই উপকৃত হয়েছে এবং হচ্ছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040