২০৩০ সাল পর্যন্ত এশিয়ার অবকাঠামো নির্মাণে বার্ষিক গড় ব্যয় হবে ১.৭ ট্রিলিয়ন ডলার: এডিবি
  2017-03-01 17:09:52  cri
মার্চ ১: ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এশিয়ার বিভিন্ন খাতে অবকাঠামো নির্মাণে মোট ব্যয় হবে ২৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি। এ ক্ষেত্রে বার্ষিক গড় ব্যয় দাঁড়াবে ১.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। গতকাল (মঙ্গলবার) হংকং থেকে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র এক রিপোর্টে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

'এশিয়ার অবকাঠামো খাতের চাহিদা পূরণ' শীর্ষক রিপোর্টে আঞ্চলিক জ্বালানি, পরিবহন, টেলিযোগাযোগ, জলসেচ ও স্বাস্থ্য খাতে অবকাঠামো নির্মাণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040