মার্চ ১: যুক্তরাষ্ট্র সফররত চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে ইয়াং চিয়ে ছি বলেন, দু'দেশের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দু'পক্ষের সহযোগিতা জোরদারে একমত হয়েছে দু'দেশ।
টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপ জোরদার করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে, যাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমৃদ্ধিতে অবদান রাখা যায়।
(প্রকাশ/তৌহিদ)