বাংলাদেশে চীনা ভাষা
  2017-03-01 12:19:12  cri

চীন ও বাংলাদেশের মধ্যে নানান সম্পর্ক বিদ্যমান। দু'দেশের এই সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের বহুমুখী উন্নয়নে চীন সবসময়ই অবদান রেখে আসছে। গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফর করেন। এ সময় দু'দেশের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চীন ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্বমূলক সম্পর্ক এখন কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে, পারস্পরিক সম্পর্কে সূচিত হয়েছে নতুন দিগন্ত। ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক আরো গভীর হবে, বাড়বে এর ব্যাপ্তি।

বাংলাদেশের শত শত শিক্ষার্থী এখন চীনা ভাষা শিখছেন। বাংলাদেশে চীনা ভাষা শেখার অনেক প্রতিষ্ঠানও চালু হয়েছে। প্রতিবছর চীনে অনেক বাংলাদেশি শিক্ষার্থী চীনা ভাষা নিয়ে লেখাপড়া করতে আসছেন।

আজকের অনুষ্ঠানে আমরা 'বাংলাদেশে চীনা ভাষা' নিয়ে আলোচনা করবো; আলোচনা করবো কেন বর্তমানে অধিক থেকে অধিকতর বাংলাদেশিরা চীনা ভাষা শেখার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040