মার্চ ১: গত সোমবার ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লো চাও হয়েই এবং ভারত-চীন মৈত্রী সমিতির মহাসচিব ভাস্কারানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা যোগাযোগ ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
বৈঠকে লো চাও হয়েই বলেন, অনেক বছর ধরে ভারত-চীন মৈত্রী সমিতি দু'দেশের মধ্যে ব্যক্তি যোগাযোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে চীন ও ভারত যৌথভাবে উন্নতি করছে। ভারত-চীন মৈত্রী সমিতির দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা ও উন্নয়নের জন্য চেষ্টা করবে বলেও তিনি আশা করেন।
এদিকে ভাস্কারান বলেন, ভারত-চীন মৈত্রী সমিতি দু'দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করার চেষ্টা করবে।
(তুহিনা/তৌহিদ)