বেইজিংয়ে চীন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2017-02-28 11:18:20  cri

ফেব্রুয়ারি ২৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় ২০১৫ সালে চীনা প্রেসিডেন্ট সি চিং পিংয়ের সিঙ্গাপুর সফরের কথা উল্লেখ করে ওয়াং ই বলেন, দু'দেশ সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠায় একমত হয়েছে। এ অবস্থায় দু'দেশের উচিত, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে সহযোগিতা জোরদার করা, আঞ্চলিক একত্রীকরণ প্রক্রিয়া এবং চীন-আসিয়ান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা জোরদার করা।

ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন সুপ্রতিবেশী বন্ধু হিসেবে আসিয়ান দেশগুলোর সঙ্গে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়। তিনি আশা করেন, এক্ষেত্রে সিঙ্গাপুর সমন্বয়কারী দেশ হিসেবে গঠনমূলক ভূমিকা রাখবে।

এ সময় চীনের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। সিঙ্গাপুর চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা বজার রাখবে বলে মন্তব্য করেন তিনি।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040