স্থায়ী শান্তি ও মানবাধিকার নিশ্চিত করতে চীনা প্রতিনিধির আহ্বান
  2017-02-28 10:30:52  cri
ফেব্রুয়ারি ২৮: মানবাধিকার বেগবান ও নিশ্চিত করার মৌলিক পূর্বশর্ত হলো শান্তি প্রতিষ্ঠা।

মানবাধিকার-বিষয়ক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি লিউ হুয়া গতকাল (সোমবার) জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৩৪তম সম্মেলনে আফ্রিকা ও চীনের পক্ষ থেকে 'শান্তি রক্ষা এবং মানবাধিকার বেগবান ও রক্ষা' শিরোনামে এক ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, যুদ্ধ ও সংঘর্ষ মানুষের জীবনে হুমকি সৃষ্টি করেছে এবং বাসস্থান ধ্বংস করছে। শান্তি ছাড়া উন্নতি ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। স্থায়ী শান্তি বাস্তবায়ন এবং মানবাধিকার বেগবান ও সুরক্ষা দিতে বিভিন্ন দেশের উচিত জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি মেনে চলা।

ভাষণে তিনি পাঁচটি প্রস্তাবও দিয়েছেন। তিনি সমতার ভিত্তিতে অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করা, শান্তিপূর্ণ উপায়ে বিতর্ক নিষ্পত্তি করা, সহযোগিতার মাধ্যমে শান্তি রক্ষার প্রস্তাব দেন। পাশাপাশি উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে শান্তি রক্ষা করা এবং সভ্যতার বৈচিত্র্যকে সম্মান প্রদর্শনের প্রস্তাব দেন তিনি।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040