সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পদচ্যুতির দাবি অগ্রহণযোগ্য: রাশিয়া
  2017-02-27 20:21:06  cri

ফেব্রুয়ারি ২৭: রাশিয়ার ফেডারেশান কাউন্সিলের চেয়ারম্যান ভ্যালেন্তিনা ইভানোভ্‌না মাতভিয়েঙ্কো বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্টকে অবিলম্বে পদচ্যুত করার দাবি গ্রহণযোগ্য নয়। তা ছাড়া, সিরিয়ার জনগণেরই উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সমস্যা সমাধান করা। তিনি আজ (সোমবার) ভালদাই আন্তর্জাতিক আলোচনা ক্লাব আয়োজিত মধ্যপ্রাচ্যবিষয়ক এক সভায় এ মন্তব্য করেন।

সভায় মাতভিয়েঙ্কো বলেন, ইরাক, লিবিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে বিদেশি আগ্রাসন, শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুতকরণ, এবং এর প্রতিক্রিয়ায় সেসব দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার বাস্তবতা থেকে নিশ্চিতভাবেই বলা যায় যে, প্রেসিডেন্ট আসাদকে এই মুহূর্তে ক্ষমতাচ্যুত করা সিরিয়া সমস্যা সমাধানের গ্রহণযোগ্য পথ নয়। এতে বিপর্যয় বাড়বে, সাধারণ মানুষ হতাহত হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে যেসব বসতবাড়ি ও অবকাঠামো যুদ্ধে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্নিমাণ করার উদ্যোগ নেওয়া এবং সংশ্লিষ্ট দেশগুলোতে ভেঙে-পড়া সমাজ-ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রচেষ্টা চালানো। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040