চীনে 'অঙ্গবিকৃতি প্রতিরোধ ও প্রতিবন্ধী-চিকিত্সা নিয়ম-বিধি' কার্যকর হচ্ছে পয়লা জুলাই থেকে
  2017-02-27 19:20:33  cri

ফেব্রুয়ারি ২৭: চীনে আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে 'অঙ্গবিকৃতি প্রতিরোধ ও প্রতিবন্ধী-চিকিত্সা নিয়ম-বিধি'। সম্প্রতি প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং রাষ্ট্রীয় পরিষদের এ সংক্রান্ত ৬৭৫ নম্বর আদেশনামায় স্বাক্ষর করেন।

'নিয়ম-বিধি'-তে স্পষ্টভাবে বিভিন্ন স্তরের সরকারের দায়িত্ব উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে: অঙ্গবিকৃতি প্রতিরোধ ও প্রতিবন্ধীদের চিকিত্সা কার্যক্রম জোরদার করতে হবে; প্রতিবন্ধী হওয়ার কারণগুলো পর্যবেক্ষণ করে তা প্রতিরোধের ব্যবস্থা আরও কার্যকর করতে হবে; প্রতিবন্ধীদের চিকিত্সা খাতে ব্যয় যৌক্তিক হতে হবে; এবং প্রতিবন্ধীদের সেবা-ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করতে হবে।

'নিয়ম-বিধি'-তে প্রতিবন্ধীদের চিকিত্সাসেবা খাতের মৌলিক চাহিদাগুলোও লিপিবদ্ধ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে: প্রতিবন্ধীদের চিকিত্সা-সহায়তা বাড়াতে হবে। বিশেষ করে, নবজাতক থেকে শুরু করে ৬ বছর বয়সী প্রতিবন্ধী শিশু, শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র প্রতিবন্ধী, এবং গুরুতর প্রতিবন্ধীদের জন্য সাহায্য ও সেবার মান বাড়াতে হবে।

উল্লেখ্য, বর্তমানে চীনে প্রায় ৮ কোটি ৫০ লাখ প্রতিবন্ধী আছেন। সরকারের প্রচেষ্টায় সাম্প্রতিক বছরগুলোতে অঙ্গবিকৃতি প্রতিরোধ ও প্রতিবন্ধী-চিকিত্সায় ব্যাপক অগ্রগতিও অর্জিত হয়েছে। তবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মানের তুলনায় এ অগ্রগতি যথেষ্ট নয় বলে মনে করে চীনের সরকার। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040