'থাড'-এর নেতিবাচক ফলের দায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার: চীনা মুখপাত্র
  2017-02-27 19:13:00  cri

ফেব্রুয়ারি ২৭: দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র-প্রতিরোধক ব্যবস্থা 'থাড' মোতায়েনের সম্ভাব্য নেতিবাচক ফলাফলের দায় সিউল ও যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, চীন বরাবরই দক্ষিণ কোরিয়ায় মার্কিন 'থাড' মোতায়েনের বিরোধিতা করে আসছে। এ ব্যবস্থা চীনের নিরাপত্তার ওপর যে হুমকি সৃষ্টি করবে, তা মোকাবিলায় সম্ভাব্য সবকিছু করবে বেইজিং।

মুখপাত্র অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন 'থাড' ব্যবস্থা মোতায়েন করা হলে তা এতদঞ্চলের কৌশলগত ভারসাম্য যেমন নষ্ট করবে, তেমনি চীনসহ এতদঞ্চলের অন্যান্য দেশের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। 'থাড' মোতায়েন করা হলে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হবে।

কেং শুয়াং আরও অভিযোগ করেন, চীনের তীব্র বিরোধিতা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র 'থাড' মোতায়েনের পরিকল্পনা বাস্তাবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। চীন দু'পক্ষকেই এ কাজ থেকে বিরত থাকার জোরালো তাগিদ দেয়।

উল্লেখ্য, সাম্প্রতিক এক খবর অনুসারে, 'থাড' মোতায়েনের জন্য পূর্ব-নির্ধারিত ভূ-খণ্ড পরিবর্তনের লক্ষ্যে লোত্তে গ্রুপ সামরিক পক্ষের সাথে যে-চুক্তি করেছে, তা অনুমোদনের জন্য গ্রুপটি কাউন্সিল সভা ডেকেছে। সভায় চুক্তিটি অনুমোদিত হলে, দক্ষিণ কোরীয় সামরিক পক্ষ তিন থেকে চার মাসের মধ্যে 'থাড' মোতায়েনের কাজ শেষ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040