চীনা বৌদ্ধ ভিক্ষুদের দেড় বছরব্যাপী পুণ্যযাত্রা শেষ হলো নেপালের লুম্বিনিতে
  2017-02-27 18:49:26  cri
ফেব্রুয়ারি ২৭: গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনিতে গতকাল (রোববার) শেষ হয়েছে চীনা বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের প্রায় দেড় বছরব্যাপী পুণ্যযাত্রা। এ সময়ে তারা প্রায় ৫০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন।

পুণ্যযাত্রার উদ্যোক্তা লি চিন সাংবাদিকদের জানান, চীনের ধর্মবিষয়ক জাতীয় ব্যুরোর অনুমোদনক্রমে ২০১৫ সালের অক্টোবর থেকে এ পুণ্যযাত্রা শুরু হয়েছিল। এরপর পুণ্যার্থীরা পর্যায়ক্রমে চীনের মূল ভূভাগ, হংকং, ম্যাকাও, তাইওয়ান ও নেপালের শতাধিক পুণ্যস্থান পরিদর্শন করেন। এর মধ্যে তারা নেপালের বৌদ্ধ ধর্ম সমিতিসহ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে লুম্বিনিতে কুড়ি দিনব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানেরও আয়োজন করেন।

লি চিন আরও জানান, ভবিষ্যতে তারা 'এক অঞ্চল, এক পথ'-সংশ্লিষ্ট অন্যান্য দেশেও এমন 'পুণ্যযাত্রা' নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040