ব্লুমবার্গ বার্কলেইস সূচকে চীনা বন্ড-বাজারের অন্তর্ভুক্তিকে স্বাগত জানালো দেশটির কেন্দ্রীয় ব্যাংক
  2017-02-27 18:35:22  cri
ফেব্রুয়ারি ২৭: ব্লুমবার্গ বার্কলেইসের স্থায়ী-আয় সূচকে চীনের বন্ড-বাজারের অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ব্লুমবার্গ জানায়, পয়লা মার্চ থেকে প্রতিষ্ঠানটি তার দু'টি সূচকে চীনের বন্ড-বাজারকেও অন্তর্ভুক্ত করবে।

ব্লুমবার্গের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংকের উপ-গভর্নর ফান কুং শেং গতকাল (রোববার) বেইজিংয়ে বলেন, এর ফলে বৈশ্বিক বন্ড-বাজারের প্রকৃত চিত্র আরও ভালোভাবে ফুটে উঠবে এবং এ খাতের বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

তিনি জোর দিয়ে বলেন, চীনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, চীনের বন্ড-বাজার বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার। ২০১৬ সালের শেষ নাগাদ এ বাজারের মোট আর্থিক মূল্য দাঁড়ায় ৬৩.৭ ট্রিলিয়ন ইউয়ানে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040