উরুমুচি-আলমাআতা এক্সপ্রেস মালবাহী ট্রেন চালু
  2017-02-27 16:47:56  cri
ফেব্রয়ারি ২৭: চীনের সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি উরুমুচি থেকে কাজাখস্তানের আলমাআতা পর্যন্ত এক্সপ্রেস মালবাহী ট্রেন চালু হয়েছে। ৩০টি বগিসমৃদ্ধ এ ধরনের প্রথম ট্রেনটি সম্প্রতি উরুমুচি থেকে আলমাআতার উদ্দেশে রওয়ানা হয়।

উরুমুচি থেকে আলমাআতা পৌঁছাতে এক্সপ্রেস ট্রেনটির সময় লাগছে ৩০ ঘন্টা, যা আগের সাধারণ গতির মালবাহী ট্রেনের চেয়ে ১০ ঘন্টা কম। 'এক্স ৯৮০১' নামক প্রথম ট্রেনটি গাড়ির খুচরা যন্ত্রাংশ, পোষাক, ও অন্যান্য নিত্য-প্রয়োজনীয় রফতানিপণ্য বহন করেছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040