ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
  2017-02-27 15:57:28  cri

ফেব্রুয়ারি ২৭: গতকাল (রোববার) বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় চীনা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং তৃতীয় চীন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশের কনফুসিয়াস ইন্সটিটিউট ও কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন।

এ সময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ছেন শুয়াং জানান, চীনা কবিতা আবৃত্তির মাধ্যমে চীনা সংস্কৃতির সৌন্দর্য আরও ভালোভাবে ফুটে ওঠে। এতে সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে চীন-বাংলাদেশ যোগাযোগ জোরদার হয় ও দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা বাড়ে। তিনি আশা করেন, আগামীতে আরও বাংলাদেশি এ প্রতিযোগিতায় অংশ নেবে।

(নীলাম্বর/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040