শেষ হলো ৮ম শীতকালীন এশিয়ান গেমস; চীন তৃতীয়
  2017-02-27 10:33:05  cri

ফেব্রুয়ারি ২৭: গতকাল (রোববার) রাতে জাপানের সাপ্পোরোতে শেষ হলো আট দিনব্যাপী ৮ম শীতকালীন এশিয়ান গেমস। এ গেমসে পদক তালিকায় ১২টি স্বর্ণপদক, ১৪টি রৌপ্যপদক ও ৯টি ব্রোঞ্জপদক জয় করে তৃতীয় স্থান অধিকার করেছে চীন। অন্যদিকে, স্বাগতিক জাপান ২৭টি স্বর্ণপদক নিয়ে প্রথম এবং দক্ষিণ কোরিয়া ১৬টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় হয়েছে।

শীতকালীন এশিয়ান গেমসের ইতিহাসে এবারের আসর ছিল সবচেয়ে বড়। এতে অংশগ্রহণকারী দল ও ক্রীড়াবিদের সংখ্যাও ছিল সবচেয়ে বেশি। এশিয়ার ৩২টি দেশ ও অঞ্চলের সহস্রাধিক ক্রীড়াবিদ ৬৪টি ইভেন্টে লড়াই করেছে।

উল্লেখ্য, ৮ম শীতকালীন এশিয়ান গেমস ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের সাপ্পোরো ও ওবিহিরোতে অনুষ্ঠিত হয়েছে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040