সুর ও বাণী: নদীর গান
  2017-02-26 21:09:35  cri


বন্ধুরা, প্রথমে শুনুন 'ছাং চিয়াং নদীর গান'। ছাং চিয়াং অর্থাত্ ইয়াংসি নদী বিশ্বের তৃতীয় দীর্ঘতম ও চীনের দীর্ঘতম নদী। চীনের ১১টি প্রদেশ, মহানগরী ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এ নদী। 'ছাং চিয়াং নদীর গান' গত শতাব্দীর আশির দশকে নির্মিত 'ছাং চিয়াং' শীর্ষক টিভি তথ্যচিত্রের থিম সং। এ গানে ছাং চিয়াং'র বর্ণনা দেওয়া হয়েছে, করা হয়েছে প্রশংসা।

ছাং চিয়াং

ছাং চিয়াং 'পৃথিবীর ছাদ' ছিংহাই-তিব্বত মালভূমির থাংগুলা পর্বতমালার গেলাডানতোং গিরিশিখরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্পন্ন হয়েছে। ছাং চিয়াংয়ের দৈর্ঘ্য প্রায় ৬৩০০ কিলোমিটার। হুয়াং হো'র চেয়ে ৮০০ কিলোমিটার বেশি লম্বা এ নদী। দৈর্ঘ্যের দিক দিয়ে আফ্রিকার নিল নদ ও দক্ষিণ আমেরিকার আম্যাজন নদীই এর চেয়ে এগিয়ে আছে। তবে নিল নদ আফ্রিকার নয়টি দেশ এবং আম্যাজন নদী দক্ষিণ আমেরিকার সাতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যদিকে, ছাং চিয়াং শুধু চীনের মধ্যেই সীমিত। ছাং চিয়াং অববাহিকার আয়তন ১৮ লাখ বর্গকিলোমিটার, যা চীনের মোট স্থলভাগের ২০ শতাংশ।

চীনে ছাং চিয়াংসম্পর্কিত গানও কম নয়। এখন শুনুন 'সুদীর্ঘ ছাং চিয়াং' শীর্ষক গান। গেয়েছেন তোং ওয়ান হুয়া। গানে বলা হয়েছে: 'তুমি কি জানো, কেন তার নাম ছাং চিয়াং? এ নদীতে কত আনন্দ ও বেদনা বয়ে যায়? কত কষ্ট ও উজ্জ্বলতা? পাঁচ হাজার বছরের ইতিহাস এ নদীতে জমে আছে। ছিন, হান, থাং, সোংসহ নানা রাজবংশের ঐতিহাসিক গল্পও রয়েছে এখানে। তোমার কি মনে আছে?'

বন্ধুরা, চীনের নদীগুলোর কথা বলতে গেলে ছাং চিয়াংয়ের পরেই আসবে হুয়াং হো বা 'হলুদ নদী'র কথা। হুয়াং হো চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় ৫৪৬৪ কিলোমিটার। এর অববাহিকার আয়তন ৭০ লাখ ৫২ হাজার ৪৪৩ বর্গকিলোমিটার। হুয়াং হো নদীর তীরেই মূলত চীনের সভ্যতার উত্পত্তি। তাই চীনারা এ নদীকে 'মাতৃনদী' বলে ডাকে।

বন্ধুরা, এখন শুনুন ফেং লি ইউয়ানের গাওয়া 'আমরা হচ্ছি হুয়াং হো নদী ও থাই শান পাহাড়' গানটি। তিনি গেয়েছেন: 'আমি হুয়াং হোর তীরে হাঁটি। নদীর তরঙ্গ আমাকে ডাকে। পূর্বপুরুষের ইতিহাস এ নদীর মতো হাজার বছর ধরে বয়ে যাচ্ছে। এ নদী কত কষ্ট, কত ক্ষোভ, কত বেদনা বহন করছে। হুয়াং হো আমাকে ডাকে।...'

হুয়াং হো

হুয়াং হো ছিংহাই-তিব্বত মালভূমির পাইয়ানখালা পর্বতমালা থেকে উত্পত্তি লাভ করেছে। পশ্চিম থেকে পূর্ব দিকে যথাক্রমে ছিংহাই, সিছুয়ান, কানসু, নিংসিয়া, অন্তঃর্মঙ্গোলিয়া, শেনশি, শানশি, হোনান আর শানতোং—এই নয়টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল অতিক্রম করে অবশেষে বো সাগরে প্রবেশ করেছে হুয়াং হো। এ নদীর মধ্যাংশ চীনের পীত-মাটির মালভূমি অতিক্রম করার সময় বিপুল পরিমাণ পলিমাটি বহন করে নিয়ে যায়। তাই এ নদীতে বিশ্বের যে-কোনো নদীর চেয়ে বেশি বালি আছে। প্রতিবছর প্রায় ১৬০ কোটি টন পলিমাটি সৃষ্টি হয় এই নদীতে, যার মধ্যে ১২০ কোটি টন সাগরে প্রবেশ করে। বাকি পলিমাটি হুয়াং হোর নিম্ন অববাহিকাকে উর্বর করে।

বন্ধুরা, এবার শুনুন 'হুয়াং হোর পানি হলুদ' গানটি। গেয়েছেন লিউ চি লিং।

ইয়ালুজানবু নদী

বন্ধুরা, ইয়ালুজানবু নদী হচ্ছে চীনের দীর্ঘতম মালভূমির নদী এবং বিশ্বে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত নদীগুলোর অন্যতম। এ নদী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত। এ নদীর পানির মজুদ প্রচুর, ছাং চিয়াংয়ের পরেই এর স্থান। এ নদীর উত্সস্থল হচ্ছে হিমালয় পর্বতমালার উত্তরাংশের চিয়ে মা ইয়াং চো হিমবাহ।

বন্ধুরা, শুনুন মঙ্গোলীয় কণ্ঠশিল্পী উলানথুয়ার গাওয়া 'ইয়ালুজানবু নদী' গানটি।

তালিম নদী

বন্ধুরা, এবার আপনাদের পরিচয় করিয়ে দেবো তালিম নদীর সাথে। এর দৈর্ঘ্য ২১৩৭ কিলোমিটার। এ নদী চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তালিম উপত্যকার উত্তরাংশে অবস্থিত। এ নদী সাগর থেকে অনেক দূরে, মধ্য এশিয়ার অভ্যন্তরে লুকিয়ে আছে। এর চার পাশে উচু পাহাড়। এ এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়।

বন্ধুরা, শুনুন উ জো পাওয়ের গাওয়া 'তালিম নদী' গানটি। তিনি গেয়েছেন: 'তালিম নদী, স্বদেশের নদী। কতবার আমার স্বপ্নে তুমি এসেছো! আমি যেখানেই যাই, তোমাকে আমার মনে থাকে। তালিম নদী, আমি তোমাকে ভালোবাসি।'

উসুলি নদী

বন্ধুরা, উসুলি নদী হচ্ছে চীনের হেইলোংচিয়াং নদীর শাখা। এ নদীটি চীন ও রাশিয়ার সীমান্তে অবস্থিত। এর দৈর্ঘ্য ৯০৯ কিলোমিটার। প্রতি বছরের শীতকালের প্রায় পাঁচ মাস এ নদীর উপরিভাগ বরফ হয়ে থাকে। হোচেন জাতির লোকেরা প্রাচীনকাল থেকে উসুলি নদী এলাকার বাসিন্দা। তারা মূলত জেলে। নদীতে মাছ ধরার সংস্কৃতি তাদের বৈশিষ্ট্যপূর্ণ লোকসংগীতও সৃষ্টি করেছে। এবার শুনুন 'উসুলি জাহাজের গান'।

বন্ধুরা, এতোক্ষণ আপনাদের পরিচয় করিয়ে দিলাম চীনের প্রধান কয়েকটি নদীর সাথে, শোনালাম একাধিক 'নদীর গান'। আজকের 'সুর ও বাণী' আসর এ পর্যন্তই। অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040