একুশে ফেব্রুয়ারি ভিত্তিক নানা পুরস্কার অর্জনকারীদের সাক্ষাত্কার
  2017-02-26 19:47:22  cri


শেষ হতে চলেছে চেতনা, গৌরব, আত্মত্যাগ ও মহান ভাষার অধিকারের মাস ফেব্রুয়ারি। যে মাসটির সাথে মিশে আছে বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য আর বীরত্ব গাঁথা। যার স্পর্শে বাঙ্গালীর চেতনা শানিত ও বিকশিত হয়ে জাতি আজ স্বাধীকারের স্বাদ লাভ করে।

১৯৫২ সালের এই মাসেই মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য রক্ত দিয়েছিল বাংলার অসম সাহসী তরুণরা। পাকিস্তানি বুলেটও সেদিন তাদের দমাতে পারেনি। তাইএই ফেব্রুয়ারিকে নিয়ে বাঙালির এত অহংকার, এত গর্ব। একুশে ফেব্রুয়ারি এক দিনে আসেনি। অনেক ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে এই গৌরবেরমাস। তাই এ মাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। বলাযায় ফেব্রুয়ারি জুড়ে দেশব্যাপী চলে একুশের অনুষ্ঠানমালা। এদিকে ১৯৫২ সালে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্নোৎসর্গের যে করুণ ঘটনা ঘটে, সেই স্মৃতিকে অম্লান রাখতেই ভাষাশহীদের স্মরণে মাসের শুরুতে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় 'অমর একুশের গ্রন্থমেলা'। এই মেলা শুধু বইয়ের নয়, বরং বাংলা সংস্কৃতিরও। বইমেলার এই আয়োজন ৫২'র সেই প্রাপ্তিরই পূর্ণতার স্বাদ দেয় বাঙালি জাতিকে।

এই ভাষার মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের একুশে পদক পেয়েছেন আবুল মোমেন।

বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিশু সাহিত্য ক্যাটাগরীতে ২০১৬ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন রাশেদ রউফ এবং শিক্ষার উপর গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ২০১৭ একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার অর্জন করেছেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে চট্টগ্রামের এই তিন জন গুণী ব্যক্তির পুরস্কার অর্জনের অনুভূতি জানা ছাড়াও সাংবাদিকতা, শিশু সাহিত্য এবং শিক্ষার নানা দিক নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি তাদের ভবিষ্যত পরিকল্পনা।

ফেব্রুয়ারি মাস বাঙালির জীবনে নিয়ে এসেছিল ভাষার অহংকার। এ মাসের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠাকরতে পেরেছিল বাঙালি জাতি। তাই বছর ঘুরে ফেব্রুয়ারি এলেই বাঙালি জাতি ফিরে তাকায় নিজেদের শিকড়ের দিকে। বাঙালির সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যনতুন করে জাতিকে এগিয়ে চলার প্রেরণা জোগায়। সঙ্গত কারণেই ভাষার মাস নিয়ে বাঙালিদের মধ্যে একটি অন্য রকম আবেগ কাজ করে। সেই আবেগেরবহিঃপ্রকাশ থাকে মাস জুড়েই।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040