একুশ মানে মাথা নত না করা : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শিক্ষা
  2017-02-26 19:06:50  cri
২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করেছে বায়ান্নের ভাষা শহীদদের। আর বিশ্ববাসী দিনটি পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

বরাবরের মতোই একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্জ ব্রেন্ডা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনবাহিনী প্রধানগণ, বিদেশি কূটনীতিক, ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হলে জনতার ঢল নামে শহীদ মিনারে।

ভাষার দাবিতে বাঙালির আত্মদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু যে ভাষার জন্য বাঙালি বুকের রক্ত দিয়েছে সর্বস্তরের সে ভাষার প্রচলনটাও করা সম্ভব হয়নি ভাষা আন্দোলনের ৬৫ বছর পার হলেও। এ নিয়ে ভাষাসংগ্রামীদের খেদ দীর্ঘদিনের। ভাষা বিকৃতি নিয়ে এবার নিজের উদ্বেগের কথা জানালেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বাংলা ভাষার বিকৃতির বিষয়ে নিজের ক্ষোভ জানালেন শেখ হাসিনা। বাংলা ভাষার প্রচলিত ধারা বিকৃত করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। মাতৃভাষায় অধিকার মানুষের জন্মগত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনই পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি প্রস্তুত করে। এরই ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিসংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন।

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলের দাবিটিও জোরালো হয় ভাষার মাসে। উচ্চশিক্ষা ও বিচার বিভাগে বাংলা চালুর বিষয়টি নিয়ে ভাষাসংগ্রামী ও বিশিষ্টজনরা সোচ্চার ছিলেন এবারও। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে প্রধান বিচারপতি এস কে সিনহা জানান, উচ্চ আদালতে রায় বাংলায় লেখা শুরু হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অচিরেই সব রায় বাংলায় লেখা হবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়সহ সর্বস্তরে বাংলা চালুর ওপর জোর দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি তোলেন বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চালুর।

এদিকে, অমর একুশে'র ঠিক আগের দিনটিতে জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১৭ জনকে রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত করা হয়। ১২টি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন, ভাষা আন্দোলনে ভাষাসংগ্রামী অধ্যাপক শরিফা খাতুন, সংগীতে সুষমা দাস, জুলহাস উদ্দীন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতুল্লাহ আল মাহমুদ সেলিম, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, ভাস্কর্যে সৈয়দ আবদুল্লাহ খালিদ ও নাটকে সারা যাকের। সাংবাদিকতায় স্বদেশ রায়, গবেষণায় অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযক্তিতে জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে কবি ওমর আলী ও সুকুমার বড়ুয়া এবং নৃত্যে শামীম আরা নীপা। রাষ্ট্রীয় এ স্বীকৃতি তাদের কাজে আরো অনুপ্রেরণা যোগাবে বলে জানান পদকপ্রাপ্তরা। আর নতুন প্রজন্ম তাদের কাজগুলোকে আরো এগিয়ে নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের একুশে পদকে ভূষিত করেন। প্রত্যেকের হাতে একটি সোনার পদক ২ লাখ টাকার চেক তুলে দেন তিনি। পদকপ্রাপ্ত ব্যক্তিত্বদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একুশ মানে কোনো অন্যায়ের কাছে মাথা নত না করা। বাংলাদেশ বিশ্বের কারো কাছে কখনো মাথা নত করবে না জানিয়ে বলেন, দেশের যা সম্পদ রয়েছে তা দিয়েই মাথা উঁচু করে চলবে বাংলাদেশ।

একাত্তরের ২৫ মার্চ গণহত্যাকে কেন্দ্র করে পাকিস্তান দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন দিনটিকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করবে তার সরকার। বায়ান্ন ও একাত্তরের শহীদদের আত্মত্যাগে বাঙালির অর্জনকে সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ঢাকা থেকে মাহমুদ হাশিম।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040