সিউলে পার্ক গেউন-হেইয়ের পক্ষে-বিপক্ষে জনসমাবেশ
  2017-02-26 17:00:07  cri

ফেব্রুয়ারি ২৬: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত পার্ক গেউন-হেইয়ের পক্ষে ও বিপক্ষে সিউলে গতকাল (শনিবার) দু'টি বড় সমাবেশ হয়।

পার্কের বিরুদ্ধে অনুষ্ঠিত জনসমাবেশ থেকে তার আনুষ্ঠানিক পদত্যাগ দাবি করা হয়। স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত সমাবেশে প্রায় ৮ লক্ষ মানুষ যোগ দেয় বলে আয়োজকরা দাবি করেন।

অন্যদিকে, সিউলের সিটি হলের কাছে জনসমাবেশ করে পার্কের সমর্থকরা। সমাবেশে বক্তারা সংসদ ও গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন এবং পার্ককে সসম্মানে তার পদ ফিরিয়ে দিতে সাংবিধানিক আদালতের কাছে দাবি জানান। সমাবেশে ৩০ লক্ষ মানুষ অংশ নেয় বলে আয়োজকদের দাবি।

উল্লেখ্য, দক্ষিণ কোরীয় সংসদে পার্ককে ইমপিচ করার পক্ষে বিল পাস হবার পর, ব্যাপারটি বর্তমানে সাংবিধানিক আদালতে বিচারাধীন আছে। আইন অনুসারে, ৯ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক আদালতকে এ ব্যাপারে আগামী ১৩ মার্চের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040