দাঁড় করিয়ে যাত্রী বহন করলো পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান
  2017-02-26 16:58:30  cri
ফেব্রুয়ারি ২৬: দাঁড় করিয়ে যাত্রী বহনের কথা স্বীকার করেছে পাকিস্তান এয়ারলাইন্স। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। খবর পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন-এর।

খবর অনুসারে, সৌদি আরবগামী একটি ফ্লাইটে বাস বা ট্রেনের মতো করে ৭ জন ‌যাত্রী দাঁড় করিয়ে নেওয়া হয়। গত ২০ জানুয়ারি করাচি থেকে মদিনাগামী বিমানে এ ঘটনা ঘটে। বিমানটিতে ৪০৯ জন ‌যাত্রীর বসার জায়গা থাকলেও, বহন করা হয় ৪১৬ জন। বাড়তি ‌যাত্রীদের দেওয়া হয় হাতে-লেখা বোর্ডিং পাস।

খবরে আরও বলা হয়, বিমানে ‌যে অতিরিক্ত ‌যাত্রী রয়েছে, তা প্রথমে জানতেন না বৈমানিক। বিমান টেক-অফ করার পর তাকে সে-কথা জানানো হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিধি অনুসারে কোনো বিমানে ধারণ-ক্ষমতার চেয়ে বেশি ‌যাত্রী তোলা নিষিদ্ধ। (আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040