রাশিয়ার সাথে যৌথভাবে পারমাণবিক বিদ্যুত উত্পাদনের লক্ষ্যে 'রোডম্যাপ' তৈরি করেছে ইরান
  2017-02-26 15:45:54  cri
ফেব্রুয়ারি ২৬: রাশিয়ার সাথে যৌথভাবে পারমাণবিক বিদ্যুত উত্পাদনের জন্য একটি 'রোডম্যাপ' তৈরি করেছে ইরান। গতকাল (শনিবার) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এ তথ্য জানান ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবার সালেহি।

সালেহি জানান, কয়েক দফা আলোচনার পর দু'দেশ একটি প্রাথমিক 'রোডম্যাপ' তৈরি করেছে। তিনি আরও জানান, আগামী তিন বছরে তিন দফায় কাজাখস্তান থেকে ৯৫০ টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক বা 'ইয়েলো কেক' আমদানি করবে ইরান। এর মধ্যে প্রথম দুই বছরে ৬৫০ টন এবং শেষের বছরে ৩০০ টন 'ইয়েলো কেক' ইরানে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040