সিরিয়ার হোমসে আত্মঘাতী হামলায় ৫০ জন নিহত
  2017-02-26 15:44:12  cri
ফেব্রুয়ারি ২৬: সিরিয়ার কেন্দ্রীয় প্রদেশ হোমস্‌-এর দু'টি নিরাপত্তা সদরদফতরে আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন সামরিক ও বেসামরিক লোক নিহত ও অন্য ২৪ জন আহত হয়েছে। গতকাল (শনিবার)-এর এ হামলায় ছয় জন আত্মঘাতী সন্ত্রাসী অংশ নেয় বলে নিশ্চিত করেছে সরকারি টেলিভিশন।

টেলিভিশনের খবর অনুসারে, তিন জন সন্ত্রাসী আল-ঘৌতা এলাকা এবং বাকি তিন জন মাহাতা এলাকায় হামলাগুলো চালায়। আল-কায়দার সাথে সংশ্লিষ্ট নুস্‌রা ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে।

হোমস্‌-এর গভর্নর তালাল বারাজি জানিয়েছেন, নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। হামলায় হোমস-এর সামরিক গোয়েন্দা শাখার প্রধান কর্নেল শারাফ হাসান দাবৌল এবং প্রদেশের নিরাপত্তা শাখার প্রধান কর্নেল দারবিশও নিহত হয়েছেন।

এদিকে, সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে দেওয়া এক চিঠির মাধ্যমে হোমস্‌-এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এ ধরনের সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমাজের সাহায্য চেয়েছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040