ব্রিকস্‌ভু্ক্ত দেশগুলোর সমন্বয়কারীদের প্রথম সম্মেলন শেষ হলো চীনের নান চিংয়ে
  2017-02-25 19:03:18  cri
ফেব্রুয়ারি ২৫: চীনের চিয়াং সু প্রদেশের নান চিংয়ে গতকাল (শুক্রবার) শেষ হয়েছে ব্রিকস্‌ভুক্ত দেশগুলোর সমন্বয়কারীদের দু'দিনব্যাপী প্রথম সম্মেলন। চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য ইয়াং চিয়ে ছি উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন এবং চীনের সমন্বয়কারী ও উপ-পররাষ্ট্রমন্ত্রী লি পাও তোং সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্রিকস্‌ভুক্ত দেশগুলোর প্রায় শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশগহণ করেন।

সম্মেলনের প্রতিপাদ্য ছিল: 'ব্রিকস্‌ভুক্ত দেশগুলোর মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা ও উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি'। সম্মেলনে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং চলতি বছর ব্রিকস্‌ভুক্ত দেশগুলোর সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে বিভিন্ন পক্ষ একমত হয় যে, বর্তমানে বিশ্বের অর্থনীতি ও রাজনীতির সামনে নতুন চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি সুযোগও আছে। ব্রিকস্‌ভুক্ত দেশগুলোর উচিত নিরাপত্তাবিষয়ক ঊধ্বর্তন প্রতিনিধিদের সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনসহ নানা পদ্ধতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ জোরদার করা। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040