প্রতিযোগিতায় টিকতে না-পেরে ভারত ছাড়ছে নরওয়ের টেলিনর
  2017-02-25 15:19:58  cri
ফেব্রুয়ারি ২৫: প্রতিযোগিতায় টিকতে না-পেরে ভারত ছাড়তে যাচ্ছে নরওয়ের টেলিনর গ্রুপ। আর ভারতের ছয়টি রাজ্যে টেলিনরের ব্যবসা কিনে নিতে যাচ্ছে টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেলের একজন মুখপাত্রের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ভারতী এয়ারটেল টেলিনরকে নগদ কোনো অর্থ দেবে না। লাইসেন্স ফি ও টাওয়ার নেটওয়ার্কের জন্য টেলিনরের যে দায়, তা বহন করবে তারা। পাশাপাশি টেলিনর ইন্ডিয়ার কর্মীদেরও আত্মীকরণ করবে ভারতী এয়ারটেল। তরঙ্গ বাবদই টেলিনরের দায়ের পরিমাণ ১৬৫০ কোটি রুপির মতো। এ ছাড়া, অন্যান্য দায়ও রয়েছে কোম্পানিটির।

টেলিনর-এয়ারটেল চুক্তি বাস্তবায়িত হলে টেলিনরের ৪ কোটি ৪০ লাখ গ্রাহকসহ ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০ কোটিতে। ২০০৮ সালে ভারতে ব্যবসা শুরু করার পর থেকে গত ৯ বছরে টেলিনর লোকসান দিয়েছে ২৮৭ কোটি মার্কিন ডলার। চুক্তিটি আগামী এক বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ঠিক করেছে ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল।

উল্লেখ্য, ভারতসহ বিশ্বের ১৩টি দেশে টেলিনরের গ্রাহক সংখ্যা ২১ কোটি ৪০ লাখ। এ ছাড়া, টেলিনরের অধীনে ভিম্পেলকম কাজ করছে ১৪টি দেশে। নরওয়ের এই টেলিনরই বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ৫৫.৮০ শতাংশ শেয়ারের মালিক। গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে সাড়ে পাঁচ কোটির বেশি, যা দেশের মোট মোবাইল ফোন সেবাগ্রহীতার প্রায় অর্ধেক। (আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040