স্বাস্থ্যকর জীবনাচারকে প্রমোট করতে নেপালি নারীদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ
  2017-02-25 15:19:21  cri
ফেব্রুয়ারি ২৫: স্বাস্থ্যকর জীবনাচারকে প্রমোট করতে আয়োজিত 'পিঙ্কাথন' শীর্ষক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দুই সহস্রাধিক নারী। গতকাল (শুক্রবার) নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত প্রতিযোগিতায় ২১ কিলোমিটার হাফ-ম্যারাথন, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ৩ কিলোমিটার ইভেন্টে অংশ নেন সব বয়সী নারীরা।

প্রতিযোগিতা শুরু হয় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম থেকে। নেপালে প্রথম আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের গায়ে ছিল 'আই অ্যাম আ পিঙ্ক সিস্টার' লেখা গোলাপি টি-শার্ট। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা।

'পিঙ্কাথন'-এর প্রতিষ্ঠাতা মিলিন্ড সোমান সিনহুয়াকে বলেন, 'এই প্রতিযোগিতার উৎপত্তি ভারতে। নারীদের নিজ নিজ স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে উৎসাইত করতেই এ প্রতিযোগিতার সৃষ্টি। নেপালেও একই উদ্দেশ্যে এটা আয়োজন করা হয়েছে।'

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে, নেপালে প্রতিবছর ৪ হাজার নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন।(আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040