সিরিয়াবিষয়ক শান্তি আলোচনায় নতুন প্রস্তাব দিলেন জাতিসংঘের বিশেষ দূত
  2017-02-25 15:18:41  cri
ফেব্রুয়ারি ২৫: জেনিভায় নতুন করে শুরু-হওয়া সিরিয়াবিষয়ক শান্তি আলোচনায় গতকাল (শুক্রবার) সরকারি ও বিরোধীদলের প্রতিনিধিদের কাছে একটি লিখিত প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত স্তেফান ডি মিস্তুরা। শুক্রবার ছিল নতুন করে শুরু-হওয়া জেনিভা শান্তি আলোচনার দ্বিতীয় দিন।

জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত মিস্তুরার কার্যালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আলোচনা শনি ও রোববারও অব্যাহত থাকবে এবং এতে দু'পক্ষের বক্তব্যই শুনবেন স্তেফান।

এদিকে, সিরীয় সরকারের প্রতিনিধিদলের নেতা বাশার জাফারি গণমাধ্যমকে বলেন, জাতিসংঘের বিশেষ দূতের সাথে বৈঠকে চলমান শান্তি আলোচনার পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সরকারি প্রতিনিধিরা মিস্তুরার প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং পরবর্তী বৈঠকে এ ব্যাপারে মন্তব্য করবেন বলেও জানান জাফারি।

অন্যদিকে, সরকারবিরোধীদের প্রতিনিধিদলের প্রথম প্রতিনিধি নাসর আল-হারিরি মিস্তুরার সঙ্গে বৈঠককে 'ইতিবাচক' বলে আখ্যায়িত করেন। তিনি জানান, বিরোধীদলের প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব 'অন্তর্বর্তীকালীন সরকার' নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040