হংকংসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ না-করতে আবারও ব্রিটেনকে চীনের তাগিদ
  2017-02-25 15:17:38  cri
ফেব্রুয়ারি ২৫: হংকংসংশ্লিষ্ট কোনো প্রতিবেদন প্রকাশ না-করতে আবারও ব্রিটেনকে তাগিদ দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল(শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল। এ অঞ্চলে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের অধিকার নেই।

মুখপাত্র বলেন, হংকং চীনের মূল ভূখন্ডের অধীনে ফিরে আসার পর থেকেই ব্রিটেন নিয়মিতভাবে হংকংসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করে আসছে। চীনও বারবার এ কাজের তীব্র বিরোধিতা করে আসছে।

মুখপাত্র আরও বলেন, হংকংয়ে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি কার্যকর আছে। হংকং হংকংবাসীদের দ্বারাই শাসিত হচ্ছে। তা ছাড়া, চীনের কেন্দ্রীয় সরকার দেশের সংবিধান ও মূলনীতি অনুসারে হংকংয়ে অনেক সুবিধাজনক নীতিও চালু করেছে। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040