দূরে থাকলেও ভালোবাসি তোমাকে
  2017-02-24 19:06:07  cri



সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান 'তোমার জন্য গান'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা এবং টুটুল।

মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে একটি হালকা রক সংগীত শোনাতে চাই। গানের শিরোনাম 'উজ্জ্বল সময়'। চীনের হংকংয়ের একটি ব্যান্ড বিয়াংড-এর গান এটি। হুয়াং চিয়াজু, হুয়াং কুয়ান চং, হুয়াং চিয়া ছিয়াং ও ইয়ে শি রং ব্যান্ডটি গঠন করেন। ১৯৮৩ সালে বিয়াংড একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করে। ১৯৮৬ সালে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। এ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যান্ডটি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। ১৯৯২ সাল থেকে বিয়াংড ব্যান্ড জাপানে বাজার উন্নয়ন করে এবং সাফল্য লাভ করে। ১৯৯৩ সালের ২৪ জুন ব্যান্ডটি জাপানের ফিজি টেলিভিশন কেন্দ্রে অনুষ্ঠান পরিবেশন করার সময় প্রধান গায়ক হুয়াং চিয়া জু মঞ্চ থেকে পড়ে অচেতন হন। ৩০ জুন তিনি মারা যান। এর পর বিয়াংড ভেঙ্গে যায়। একই বছরের নভেম্বর মাসে বাকি তিনজন ব্যান্ডটি পুনর্গঠন করেন। এরপর ব্যান্ডটি আরো বেশি জনপ্রিয় গান প্রকাশ করতে থাকে এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করে। ২০০৪ সালে বিয়াংড ব্যান্ড আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে দেয়া হয়। কিন্তু এখনো তাদের গান চীনে এমনকি জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভীষণ জনপ্রিয়।

টুটুল: গানের কথাগুলো প্রায় এমন, 'বাড়িতে ফিরে যাওয়ার ঘণ্টা বাজছে। তার জীবনে যেন কিছু দীর্ঘশ্বাস আছে। কালো চামড়া তাকে দেয়ার তাত্পর্য হল আজীবন আবেদন। ক্লান্ত দু'টি চোখে আশাও রয়েছে। আজ আমার অবশিষ্ট শেল উজ্জ্বল সময়কে স্বাগত জানায়। বৃষ্টি ও বাতাসে আমি ঘনিষ্ঠভাবে স্বাধীনতাকে আলিঙ্গন করি। জীবন দিয়ে ক্ষতি বহন করি। আস্থা ভবিষ্যত্ পরিবর্তন করতে পারে। কিন্তু কে করতে পারে?। রঙিন আলোয় সৌন্দর্য উজ্জ্বল। কারণ আলোর রঙ নির্বিশেষ করা হয় নি...। এতক্ষণ 'উজ্জ্বল সময়' গানের কথা শুনছিলেন। তাহলে এবার গানটি শোনা যাক, কেমন?

(গান ১)

মুক্তা: শুনছিলেন 'উজ্জ্বল সময়' গানটি। এখন আমি আপনাদেরকে 'বন্য শিশু' শিরোনামে একটি গান শোনাবো। গেয়েছেন চীনের যুব কণ্ঠশিল্পী সু ইউন ইং। তিনি ১৯৯১ সালের ৮ এপ্রিল চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে জন্মগ্রহণ করেন।তিনি বেইজিং কন্টেমপোরারি মিউজিক একাডেমি থেকে স্নাতক হন। তিনি ২০১৪ সালে প্রথম গান লিখেন। ২০১৫ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি)-র এক সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। একই বছরের ডিসেম্বরে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি ছোটবেলায় বাড়ির পাশে সমুদ্রের কাছে গান গাইতে পছন্দ করতেন। ২০১১ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে লোকগান গাওয়া শুরু করেন। দুই বছর পর তিনি পপ সংগীত শুরু করেন।

টুটুল: গানের কথা হলো, 'কেন বাতাস যত বড়, আমার হৃদয় তত বন্য। আমি ধূলিকণায় পরিণত হয়ে বাতাসের সঙ্গে নাচি। আমি হাতে দৃঢ় সাহস ধরি। আমি অতিকায়ে পরিণত হয়ে শক্তি এবং স্বপ্ন পদদলিত করি। আমার হৃদয় ধূলিকণার মত বাতাসে নাচছে। আমি অব্যাহতভাবে বাতাসে যাচ্ছি। বাতাস আমার প্রত্যাশা ও স্বপ্ন ধ্বংস করবে না। বাতাস আমার পরিষ্কার বাগান ধ্বংস করবে না। বাতাস আমার সাহস ও অহংকার ধ্বংস করবে না'। বন্ধুরা, এবার তাহলে চলুন একসঙ্গে শোনা যাক গানটি।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'বন্য শিশু' নামের একটি গান। এখন আমি আপনাদেরকে একটি পুরনো চীনা গান শুনাতে চাই। গানের শিরোনাম 'দূরে থাকলেও তোমাকে ভালোবাসি'। গেয়েছেন ওয়াং মিং ছুয়ান। তিনি ১৯৪৭ মালের ২৮ অগাস্ট চীনের শাংহাইতে জন্মগ্রহণ করেন। পরে তিনি হংকংয়ে বাস করেন। ১৯৫৬ সাল থেকে তিনি পরিবেশনার প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন। ১৯৭০ সালে তিনি জাপানে গিয়ে নাচ গান শেখেন। ১৯৭১ সালে তিনি টিভি সিরিজে পরিবেশনা শুরু করেন। ১৯৮২ সাল থেকে তিনি নাটক পরিবেশনা শুরু করেন। ১৯৮০ সালে তিনি জাতীয় গণ কংগ্রেসের হংকং অঞ্চলের প্রতিনিধি নির্বাচিত হন। তখন থেকে তিনি রাজনৈতিক মহলে প্রবেশ করেন। ১৯৯৮ সালে তিনি জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হন। ২০০৬ সালে তিনি 'কুয়াংতং প্রদেশের সড়ক পরিবহন ও নিরাপত্তা সুরক্ষার অবস্থা উন্নয়নের প্রস্তাব' করেন এবং জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের শ্রেষ্ঠ প্রস্তাবের পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি হংকংয়ের সংস্কার ও শিল্প তহবিলের উপদেষ্টা, সাংস্কৃতিক ও শিক্ষা প্রচার সমিতির চেয়ারম্যান, হংকংয়ের চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও শিল্পী নির্বাচন কমিশনের চেয়ারম্যান, হংকং শিল্পী সমিতির চেয়ারম্যান, শিশু রক্ষা সমিতির শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

টুটুল: 'দূরে থাকলেও তোমাকে ভালোবাসি' গানটির কথা এমন, 'বলবে না যে, পাহাড়ের বাধা এত বেশি। বাতাস বড় ও শক্তিশালী। সাদা মেঘ পাহাড় অতিক্রম করে আমার ভালোবাসা তোমার কাছে দিতে পারে। বলবে না যে, পানির পরিবর্তন বেশি। পানি পরিষ্কার ও শান্ত। আমার ভালোবাসা পানির মতো ভালোবাসার সঙ্গে আজীবন থাকবে। দূরে থাকলেও, আমি তোমাকে ভালোবাসি। মিলন ও বিচ্ছিন্ন হল ভাগ্য। আকাশকে অভিযোগ করি না, ভাগ্যকে অভিযোগ করি না। কিন্তু আশা করি, পানি ও পাহাড়ের প্রমাণে আমার ভালোবাসা আজীবন থাকবে'। আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'দূরে থাকলেও তোমাকে ভালোবাসি' গানটি। এখন শুনবো আরেকজন নারী কণ্ঠশিল্পীর গান। গানের শিরোনাম 'যদি এই হয় ভালোবাসা'। গেয়েছেন চাং লিয়াং ইং। তিনি ১৯৮৪ সালের ১১ অক্টোবর সিছুয়ান প্রদেশের ছেংতং শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা একাডেমি থেকে স্নাতক হন। ২০০৫ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন। ২০০৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি উত্তর আমেরিকা মহাদেশে নিজের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০০৮ সালে তিনি তখন তত্কালীন চীনা প্রেসিডেন্ট হু চিন থাও'র সঙ্গে জাপান সফর করেন। ২০০৯ সালে তিনি আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের 'দ্য অপ্রাহ উইনফ্রে শো'-তে অংশ নেন। এরপর তিনি নিজের সঙ্গীত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

টুটুল: বন্ধুরা, চাং লিয়াং ইংয়ের 'যদি এই হয় ভালোবাসা' গানটির কথা প্রায় এমন, 'তুমি বাছাই করেছো। ভুল নাকি সঠিক? আমি স্বীকার করি, আমার হৃদয়ে ব্যথা। আমি সন্দেহ করি, তুমি যেতে ইচ্ছুক কিনা? আমি এত গভীর আঘাত পেয়েছি, আমি কান্না করি। আমি ধৈর্য ধরতে চাই না। আমার কোনো বাছাই নেই। আসলে সর্বশেষ চুম্বন অনেক ঠাণ্ডা। আমি দেখেছি, তুমি আমাকে ত্যাগ করে চলে গেছো। আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি বিশ্বাস করতে চাই, তুমি আমার একমাত্র। আমি ত্যাগ করতে পারি না। ধূসর আকাশ আমি বুঝি না। যে মানুষকে তুমি সুরক্ষা করো, তা আমি না। আমি তোমাকে মুক্তি দিয়েছি, তুমি আমাকে গতকালে ফেলে দিয়েছো'। তো বন্ধুরা, এবার একসঙ্গে গানটি শোনা যাক, কেমন?

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'যদি এই হয় ভালোবাসা' নামের একটি গান। হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান, তাইনা? আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন।আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com.

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040