ব্যাপকহারে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্র
  2017-02-24 18:59:42  cri
ফেব্রুয়ারি ২৪: যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে না কিংবা তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চালাবে না। মেস্কিকো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।

উল্লেখ্য, গণমাধ্যমের বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া জোরদার করার পরিপ্রেক্ষিতে মেস্কিকোতে যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে তা প্রশমিত করতেই জন কেরি এ মন্তব্য করেছেন।

উল্লেখ্য, মেক্সিকো সফররত নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সন ও জন কেরি এদিন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ও পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেজারাইয়ের সঙ্গে বৈঠক করেন।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040