চীনে কৃষিপণ্য রফতানি জোরদার করবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
  2017-02-24 18:43:38  cri
ফেব্রুয়ারি ২৪: চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত নতুন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাড বলেছেন, তিনি কাজ শুরুর পর চীনে কৃষিপণ্য রফতানি জোরদার করবেন এবং শিগগিরি গরুর গোশত রফতানি প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করবেন।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন কৃষি মন্ত্রণালয় আয়োজিত বার্ষিক কৃষি ফোরামে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, সয়াবিন খাতে দু'দেশের নিয়মিত চুক্তি রয়েছে। পাশাপাশি চীন হলো যুক্তরাষ্ট্রের শুকরের মাংস আমদানির প্রধান দেশ।

তিনি আশা করেন, ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের আমদানি বাড়াবে এবং বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের মধ্যে অভিন্ন কল্যাণ বাস্তবায়ন করবে। তিনি বিশ্বাস করেন, মৈত্রী ও আস্থার মাধ্যমে বাণিজ্যিক বাধা দূর করা সম্ভব।

৭০ বছর বয়সী ব্রানস্টাড ১৯৮৩ থেকে ১৯৯৯ সাল ও ২০১১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আইওয়া রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেন।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040