সিরিয়া শান্তি আলোচনা জেনিভায় আবার শুরু
  2017-02-24 15:50:24  cri

ফেব্রুয়ারি ২৪: সিরিয়া শান্তি আলোচনা গতকাল (বৃহস্পতিবার) জেনিভায় আবার শুরু হয়েছে। আলোচনার দু'পক্ষ – সিরিয়া সরকার এবং বিরোধীদল এদিন জেনিভার প্যালেস অব নেশন্সে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ হলো শান্তি আলোচনার সংশ্লিষ্ট অনুষ্ঠানে দু'পক্ষের প্রথম একসঙ্গে অংশগ্রহণ। 

সিরিয়াবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্ত্যাফান দ্য মিস্তুরা জানান, এবারের শান্তি আলোচনার নির্দিষ্ট তফসিল ও উপায় নিয়ে তিনি আলাদাভাবে সিরিয়া সরকার ও বিরোধীদলের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার মূল বিষয় হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, নতুন সংবিধান সংশোধন এবং আবার নির্বাচন ইত্যাদি।

মিস্তুরা আরো জানান, জাতিসংঘ আশা করে, এবারের শান্তি আলোচনায় দু'পক্ষ সরাসরি আলোচনা করতে পারবে। তবে, এ লক্ষ্য বাস্তবায়ন হবে কি না তা দু'পক্ষের মতের ওপর নির্ভর করে। আগের শান্তি আলোচনায় দু'পক্ষ জাতিসংঘ কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা করত।

উল্লেখ্য, গত বছরের শুরুতে সিরিয়া সরকার এবং বিরোধীদল জেনিভায় কয়েক বার আলোচনা করে। কিন্তু দু'পক্ষের বড় মতভেদের কারণে গত এপ্রিলে আলোচনা বন্ধ হয়। গত জানুয়ারিতে রাশিয়া, তুরস্ক ও ইরানের উদ্যোগে কাজাখস্তানের রাজধানী আসতানায় সিরিয়া বিষয়ে একটি সম্মেলন আয়োজিত হয়। (নীলাম্বর/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040