২০১৭ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন: সত্তর পরবর্তী পশ্চিমবঙ্গের ছোটগল্পে ইতিহাসের উপাদান -স্বপ্নময় চক্রবর্তী(১)
  2017-02-25 19:48:10  cri

১লা ফেব্রুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭-এর আয়োজন করেছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। সম্মেলনে জার্মানি, অস্ট্রিয়া, চীন, রাশিয়া, পুয়ের্তোরিকো, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশের বিশিষ্ট- কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিক-বুদ্ধিজীবীগণ বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ও ত্রিপুরা রাজ্য থেকেও কবি- লেখকবৃন্দ সম্মেলনে অংশ নিয়েছেন। ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক সম্মেলন উদ্বোধনের পর ২-৪ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী অধিবেশনসমূহের বিষয়বস্তুর মধ্যে ছিলো কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ-সাহিত্য, নাট্যসাহিত্য, শিশু-কিশোর সাহিত্য, ফোকলোর। 'সম্প্রীতির জন্য সাহিত্য' শীর্ষক এই সম্মেলনের একটি বিশেষ অংশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কবিদের কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পশ্চিমবঙ্গের সুবিখ্যাত লেখক স্বপ্নময় চক্রবর্তী 'সত্তর পরবর্তী পশ্চিমবঙ্গের ছোটগল্পে ইতিহাসের উপাদান' শীর্ষ নামে একটি সুন্দর ভাষণ দিয়েছেন। অবন্তীনগর উপন্যাসের জন্য ২০০৫ সালে পেয়েছেন বঙ্কিম পুরস্কার। ২০১৪ সালে তিনি হলদে গোলাপ উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পান। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন তাঁর ভাষণের কিছু অংশ। পরিবেশন করছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

অমর মিত্রের সংক্ষিপ্ত পরিচয়:

১৯৫২ সালে উত্তর কলকাতায় জন্ম নেওয়া স্বপ্নময় চক্রবর্তী বঙ্কিম পুরস্কার(২০০৫), আনন্দ পুরস্কার (২০১৪), মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কারসহ বহু পুরস্কারে সম্মানিত হন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040