রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সমস্যার সমাধান চায় বেইজিং
  2017-02-23 18:21:24  cri
ফেব্রুয়ারি ২৩: আন্তর্জাতিক সমাজের উচিত রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সমস্যা সমাধানের চেষ্টা করা। এতে খুব দ্রুত ইউক্রেনে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কুর্জকে এ কথা বলেছেন। অস্ট্রিয়া বর্তমানে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার সভাপতি রাষ্ট্র।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে শান্তিপূর্ণভাবে ইউক্রেন সমস্যা সমাধানের চেষ্টার জন্য স্বাগত জানায় বেইজিং। তিনি বলেন, বেইজিং আশা করে নিরাপত্তা পরিষদ ২২০২ নম্বর ধারা ও মিনস্ক চুক্তি সার্বিকভাবে কার্যকর করবে। সেই সঙ্গে সংলাপের মাধ্যমে ইউক্রেন ইস্যুটির সার্বিক ও স্থায়ী সমাধান হবে।

তিনি আরও বলেন, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন নিরাপত্তা পরিষদের সঙ্গে শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। চীন আশা করে, সংস্থাটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040