ব্রিকস শীর্ষসম্মেলনের প্রথম সমন্বয়কারী সম্মেলন বৃহস্পতিবার
  2017-02-22 18:59:45  cri
ফেব্রুয়ারি ২২: আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি চলতি বছরের ব্রিকস শীর্ষসম্মেলনের প্রথম সমন্বয়কারী সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনা রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ব্রিকস জোটের বিভিন্ন দেশের সমন্বয়কারী, চীনের রাষ্ট্রদূত ও ব্রিকস উন্নয়ন ব্যাংকের প্রায় একশ' প্রতিনিধি এতে অংশ নেবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সমন্বয়কারীর প্রধান দায়িত্ব হলো শীর্ষসম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়া।

মুখপাত্র আরও বলেন, এবারের সম্মেলনে 'ব্রিকস জোটের অংশীদারি সম্পর্ক জোরদার ও উজ্জ্বল ভবিষ্যত্ গঠন'কে গুরুত্ব দেওয়া হবে। বর্তমান আন্তর্জাতিক পরিবেশ অনুযায়ী চলতি বছর ব্রিকস সহযোগিতার গুরুত্ব, বিশেষ করে, রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার প্রক্রিয়া ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি চীন ব্রিকসের সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পায়। আগামী সেপ্টেম্বরে চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে ব্রিকস শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040