সুর ও বাণী: সুরকার লেই লেই
  2017-02-22 18:43:16  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দী বেইজিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের 'সুর ও বাণী' আসরে আপনাদের পরিচয় করিয়ে দেবো চীনের সুরকার লেই লেইয়ের সঙ্গে; শোনাবো তার সুর করা কয়েকটি গান।

সুরকার লেই লেই

বন্ধুরা, প্রথমেই শুনুন 'সাদা পোশাকের পুলিশ' শীর্ষক টেলিভিশন নাটকের থিম সং। এ গানটি এ টিভি নাটতে প্রচারের সঙ্গে সঙ্গে পুরো চীনে জনপ্রিয় হয় এবং জননিরাপত্তা মন্ত্রণালয়ের 'গোল্ডেন শিল্ড পুরস্কার' লাভ করে। এটি সুরকার লেই লেইয়ের সুর করা সেরা গানগুলোর একটি। গানে চীনা পুলিশের মনের কথা বলা হয়েছে। লেই লেই বলেন, এ গানের মধ্যে তিনি তার সব আবেগ মিশিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, গানটি সুর করার সময় তিনি অনেক কেঁদেছেন। এমন অবস্থা তার খুব কম ক্ষেত্রেই হয়েছে। বন্ধুরা, শুনুন এ গানটি।

লেই লেই মান জাতির মেয়ে। তিনি ১৯৫২ সালের অক্টোবরে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা চীনের বিখ্যাত চলচ্চিত্র সুরকার লেই চেন পাং। 'সুর ও বাণী' আসরে আমি আগেই আপনাদের সামনে লেই চেন পাংয়ের পরিচয় তুলে ধরেছি। তার অনেক সুর 'হিমশৈল থেকে আসা অতিথি', 'পাঁচটি স্বর্ণ ফুল', 'লিউ সান চিয়ে' সহ নানা চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। সেই প্রজন্মের চীনাদের মনে এখনও সেসব গান বাজে।

লেই লেই আর তার বাবা লেই চেন পাং

সবাই বলেন, মানুষের ওপর তার পরিবারের প্রভাব অনেক। মাত্র পাঁচ বছর বয়সে বাবা-মার ইচ্ছায় পিয়ানো বাজনা শেখা শুরু করেন লেই লেই। তবে ছোটবেলায় লেই লেই সুরকার হওয়ায় স্বপ্ন দেখতেন না। তিনি চাইতেন ফিগার-স্কেটার হতে। তার এ আকাঙ্ক্ষা পরিবারে বড় সংকট সৃষ্টি করেছিল। অবশেষে তার বাবা রাজি হন। তিনি চিলি ক্রিড়া বিদ্যালয়ে ভর্তি হলেন। কিন্তু সময় মানুষের স্বপ্নেও বোধকরি পরিবর্তন আনে। ১৯৭৭ সালে চীনে আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ব্যবস্থা চালু হয়। অনেকেই এই সুযোগটি নিতে চাইল। এ সুযোগ নিয়ে লেই লেই শেন ইয়াং সংগীত ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে স্নাতক হওয়ার পর তিনি ছাংছুন ফিল্ম কোম্পানিতে একজন পেশাদার সুরকার হিসেবে কাজ শুরু করেন।

১৯৯০ সালের ডিসেম্বর মাসে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র থেকে 'উচ্চাকাঙ্ক্ষা' নামক একটি নাটক প্রচারিত হয়। নাটকের প্রধান চরিত্র একজন সুন্দরী তরুণী কর্মী লিউ হুই ফাং। দু'জন ছেলে তাকে ভালোবাসে। একজন কারখানার উপ-পরিচালক সোং দা চেং, আরেকজন সেই কারখানায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ওয়াং হু শেং। একজন মেয়েটিকে অনেক সাহায্য করেছেন, আরেকজনের নিজেরই অন্যের সাহায্য দরকার। কাকে বাছাই করা উচিত? লিউ হুই ফাং বড় সংকটে পড়েন। নাটকটি চীনের কোটি কোটি দর্শককে মুগ্ধ করে। এ নাটকটিকে অনেকে চীনের টিভি নাটক উন্নয়ন প্রক্রিয়ায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখে থাকেন। এ নাটকের কয়েকটি গানও খুব জনপ্রিয় হয়ে সবার মুখে মুখে ফিরতে থাকে। এ নাটকের গানগুলোতে সুর দিয়েছেন লেই লেই। বন্ধুরা, এখন শুনুন 'উচ্চাকাঙ্ক্ষা' নামক টিভি নাটকের থিম সং।

টেলিভিশন নাটক 'উচ্চাকাঙ্ক্ষা'

লেই লেই ও তার স্বামী বিখ্যাত গীতিকার ই মিং 'উচ্চাকাঙ্ক্ষা' নাটকে একসঙ্গে কাজ করেন। একদিন লেই লেই পিয়ানো বাজাচ্ছিলেন, খুঁজছিলের সুন্দর একটি সুর। তার স্বামী সুর শুনে অনুপ্রাণিত হন এবং লিখে ফেলেন 'ভালো মানুষ সারা জীবন শান্তিতে থাকুক' গানটি। গানে বলা হয়েছে: সময় আস্তে আস্তে চলে যায়; অতীতকালের কথা স্মরণ করা স্বপ্নের মতোই অস্পষ্ট/ কে আমার সঙ্গে মাতাল হতে পারে এবং বছর পর বছর পরস্পরকে ভালোভাবে বুঝতে পারে?/ কতো অতীতের ঘটনা যেন মাত্র গতকাল ঘটেছে।

বন্ধুরা, শুনুন লি নার কণ্ঠে 'ভালো মানুষ সারা জীবন শান্তিতে থাকুক' গানটি।

বিখ্যাত সুরকার পিতার কন্যা হওয়ায় লেই লেই কি সুবিধা পেয়েছেন? বলা মুশকিল। তিনি নিজে মনে করেন, তার বোধশক্তি খুব উচ্চ নয় এবং আত্মবিশ্বাসও তেমন নেই। প্রতিবার সুর করার পর রেকর্ডিং স্টুডিওতে এসে তিনি সব কাজ সম্পন্ন করার আগে পানি পর্যন্ত পান করেন না, খাবার খান না। রেকর্ডিং শেষে সবাই চলে গেলেও তিনি বসে থাকেন, বার বার নিজের সৃষ্ট সুর শোনেন। তারপর যখন সন্তুষ্ট হন, তখন সেখান থেকে যান, খাবার গ্রহণ করেন।

বন্ধুরা, এবার শুনুন লি শু'র কণ্ঠে 'ম্যাকাওয়ের গল্প' গানটি।

লেই লেই বলেন, যে-কোনো গানের সুর করার দায়িত্ব পেলেই তিনি চ্যালেঞ্জ অনুভব করেন। এটা যেন তার কাছে কঠিন পরীক্ষার মতো। আর তার পরীক্ষক হচ্ছেন সারা দেশের দর্শক ও শ্রোতা। তার ওপর সবসময়ই কাজের চাপ থাকে। কখনও কখনও লেই লেই অনেক ক্লান্ত বোধ করেন। তিনি জানালেন, প্রথম গানের সুর করার সময় তিনি যেমন পরিশ্রম করেছিলেন, প্রতিটি গানের সুর করার সময় তাকে সেরকম পরিশ্রম করতে হয়, প্রচেষ্টা চালাতে হয়।

বন্ধুরা, এখন শুনুন মাও আমিনের গাওয়া 'সম্পাদকীয় বিভাগের গান'।

সংগীত মহলে সুনাম অর্জন করতে লেই লেই'কে একটু বেশি সময় ধরেই অপেক্ষা করতে হয়েছে। তার নিরন্তর প্রয়াস ও পরিশ্রম চীনের সংগীত মহল ও চলচ্চিত্র মহলে তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। ১৯৮৪ সালে বেইজিং টেলিভিশন কেন্দ্রের পরিচালক লিন রু ওয়েই লেই চেন পাংকে 'চার প্রজন্ম' শীর্ষক টেলিভিশন নাটকে সুর করার আমন্ত্রণ জানান। 'চার প্রজন্ম' লেখক লাও শে-এর বিখ্যাত উপন্যাস। জাপানি আগ্রাসন-বিরোধী যুদ্ধের সময় বেইজিংয়ের একটি পরিবারের গল্প বলা হয়েছে এ নাটকে। নাটকে উঠে এসেছে চারটি প্রজন্মের কথা। যা হোক, লেই লেই যখন এই প্রস্তাব পান, তার মাত্র দু'বছর আগে সংগীত ইনস্টিটিউট থেকে পাস করেছেন তিনি। বাবার পরামর্শ নিয়ে লেই লেই এ নাটকের গানে সুর করেন। তিনি বেইজিংয়ের বৈশিষ্ট্যপূর্ণ ডঙ্কার ছন্দ নিয়ে গানের মৌলিক সুর করেন। তার প্রথম সংগীতকর্ম গত শতাব্দীর আশির দশকে চীনের পপ সংগীত জগতে নতুন মাত্রা যোগ করে। এ গানটি চীন প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে সবচেয়ে স্মরণীয় গানের প্রথম শ্রেণী পুরস্কার পায়। বিখ্যাত কণ্ঠশিল্পী লো ইয়ু শেংয়ের গাওয়া 'নদী ও পাহাড়ের পুনর্গঠন' নামক গান শুনে টেলিভিশনের পর্দার সামনে হাজার হাজার পরিবার তখন বিস্মিত হন। এর পর দশ-বারো বছরে লেই লেই অনেক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জন্য সুর করেছেন।

বন্ধুরা, এখন শুনুন লো ইয়ু শেংয়ের গাওয়া 'নদী ও পাহাড়ের পুনর্গঠন' গানটি।

টেলিভিশন নাটক 'চার প্রজন্ম'

লেই লেই এখন বেইজিং টেলিভিশন কেন্দ্রের প্রথম শ্রেণীর সুরকার, জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য, চীনের সংগীতজ্ঞ সমিতির সদস্য এবং চীনের সাহিত্য ও শিল্প ফেডারেশনের দশম কমিটির সদস্য। পেশাগত ও সামাজিক মর্যাদা অর্জন করলেও, তিনি আত্মতুষ্টিতে ভোগেন না। তিনি আগের মতোই সংগীতের জন্য নিজের সবকিছু নিয়োজিত রেখেছেন, পরিশ্রম করে যাচ্ছেন।

বন্ধুরা, এখন শুনুন লি না'র কন্ঠে 'এ বিশ্ব চিরজীবী হোক' গানটি।

গত বিশ বছরে সুরকার লেই লেই শতাধিক টেলিভিশন নাটকের গানে সুর করেছেন। তিনি চীনের অনেক নামকরা কণ্ঠশিল্পীর সঙ্গে কাজ করেছেন। এখন তার বয়স হয়েছে। কিন্তু তার মসৃণ ত্বক, লম্বা চুল আর লম্বা স্কার্ট দেখে মনে হয়, তার গায়ে এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ভাব রয়েছে। লেই লেই'র জীবন খুব সহজ, তিনি ব্যবসা করেন না, শেয়ার কেনেন না। তার স্বামী ও তার সম্পূর্ণ মন সংগীতে আচ্ছন্ন। তিনি বলেন, তিনি সংগীত ভালোবাসেন। সংগীতজগতে আর কিছু দরকার নেই।

বন্ধুরা, আজ আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি চীনের বিখ্যাত সুরকার লেই লেই-এর সঙ্গে, শুনিয়েছি তার সুর করা বেশ কয়েকটি গান। সুরকার চাও ছি পিং বলেন, 'লেই লেই একজন অত্যন্ত দুর্লভ সুরকার।' আশা করি, তার সৃষ্ট গানগুলো আপনাদের ভালো লেগেছেন।

'সুর ও বাণী' আসর আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040