চীনের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চায় শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট সিরিসেনা
  2017-02-22 15:22:09  cri
ফেব্রুয়ারি ২২: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, তার দেশ চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়। তিনি গতকাল (মঙ্গলবার) কলম্বোয় চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী খোং সুয়ান ইউ'র সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠককালে এ কথা বলেন।

সিরিসেনা আরও বলেন, তার সরকার চীনের সাথে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। তা ছাড়া, লঙ্কান সরকার চীনা প্রেসিডেন্ট সি'র উত্থাপিত "এক অঞ্চল, এক পথ" কৌশল বাস্তবায়নেও ইতিবাচক ভূমিকা রাখতে চায়। এতে শ্রীলঙ্কার অর্থনীতি ও সমাজ উন্নয়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে।

এ সময় খোং সুয়ান ইউ বলেন, শীর্ষ নেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টায় দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। চীন "এক অঞ্চল, এক পথ" কৌশলের আওতায় বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতাকে আরও সম্প্রসারণ করতে আগ্রহী। এতে দু'দেশের জনগণই উপকৃত হবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040