সংবাদ পর্যালোচনা: বেইজিংয়ে চীন-ফ্রান্স প্রধানমন্ত্রীর বৈঠক
  2017-02-22 14:56:18  cri
চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও সফররত ফ্রান্সের প্রধানমন্ত্রী বার্নার্ড কজেনভ গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী লি বলেন, বর্তমান জটিল আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দু'দেশের গভীর আদান-প্রদান ও সমন্বয় প্রয়োজন, যাতে বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার এবং যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। এবার বিস্তারিত শুনবেন সংবাদ পর্যালোচনায়।

এদিন বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং মহা গণভবনে ফরাসি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তার সঙ্গে বৈঠক করেন। কজেনভ হলেন চীনের লুনার নববর্ষের পর চীনে সফর করা প্রথম ইউরোপীয় নেতা।

বর্তমানে বিশ্বায়নবিরোধী গুরুতর অবস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াসহ জটিল আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে, দু'প্রধানমন্ত্রী বৈঠকে দু'দেশের কৌশলগত বিনিময়ের গুরুত্বের কথা উল্লেখ করেন।

কার্যকর সহযোগিতা, বাণিজ্যের উদারীকরণ রক্ষা এবং সংরক্ষণবাদের বিরোধিতা এক সাথে বাস্তবায়ন করার বিষয়ে বৈঠকে দু'পক্ষ একমতে পৌঁছায়।

লি খ্য ছিয়াং বলেন, চীন ও ফ্রান্সের উচিত গভীর কৌশলগত বিনিময় ও সমন্বয় করে পরিস্থিতি স্থিতিশীলতার মাধ্যমে বিশ্বের অনিশ্চয়তা সমাধান করা।

তিনি বলেন, আমরা আহবান জানিয়েছি, বিভিন্ন দেশ এক উন্মুক্ত ও পারস্পরিক কল্যাণকর ধারণা নিয়ে যে-কোনো ধরনের সংরক্ষণবাদের বিরোধিতা করবে, বিশ্বের বহুমেরুকরণ, অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিয়ে যাবে। উন্মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা এবং বহুপক্ষবাদ রক্ষা করবে।

প্রধানমন্ত্রী লি বলেন, ফ্রান্সের সঙ্গে পরমাণু শক্তি সম্পদের সহযোগিতা গভীর করতে ইচ্ছুক চীন। তা ছাড়া বিমানপরিবহন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীর করবে বেইজিং। প্রাকৃতিক সহযোগিতা প্রকল্প, কৃষি, চিকিত্সা, স্বাস্থ্য এবং বয়োবৃদ্ধি সমস্যা মোকাবিলাসহ বিভিন্ন নবোদিত শিল্পের সহযোগিতা নিয়ে আলোচনা করবে চীন।

কজেনভ বলেন, দু'দেশের যৌথভাবে তৃতীয় বাজারের উন্নয়ন ক্ষেত্রের সহযোগিতাও খুবই ভালো এক উন্নয়নের দিক। যেমন আফ্রিকা ও এশিয়ার কয়েকটি অঞ্চলে দু'দেশের সহযোগিতা প্রকল্প নিশ্চিত করা হয়েছে। কম্বোডিয়া ও নামিবিয়ায় আলাদা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে। বিভিন্ন সহযোগিতা প্রকল্পে সম্মতিতে পৌঁছেছে দু'দেশ।

বৈঠকের পর দু'দেশের প্রধানমন্ত্রী এক সাথে চীন-ফ্রান্স পরমাণু শক্তি, প্রযুক্তি ও প্রতিভা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেন। এতে রয়েছে 'চীন-ফ্রান্স ড্রাইভার লাইসেন্স মিউচুয়াল স্বীকৃতি চুক্তি'। প্রধানমন্ত্রী লি মনে করেন, চুক্তি স্বাক্ষরের পর দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বিনিময়ে আরো বেশি সুবিধা অর্জিত হবে। তিনি আশা করেন, ফ্রান্স চীনা পর্যটকদের জন্য আরো বেশে নিরাপত্তা ব্যবস্থা ও সুবিধা দেবে।

এর পর এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী লি জোর দিয়ে বলেন, ইউরোপের একীকরণে চীনের দৃঢ় সমর্থন রয়েছে। তিনি এক সমৃদ্ধ ও স্থিতিশীল ইইউ দেখার প্রত্যাশা করেন। তিনি আশা করেন, চীন-ইইউ কার্যকর সহযোগিতা সুষ্ঠুভাবে উন্নয়নের জন্য একটি সক্রিয় পরিবেশ সৃষ্টি করবে ইইউ।

চীনের সংস্কার ও উন্মুক্তকরণ ৩০ বছর ধরে অসাধারণ সাফল্য অর্জন করেছে। চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ চালিয়ে যাবে। (জিনিয়া ওয়াং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040