উত্তর কোরিয়ার থেকে কয়লা আমদানি স্থগিত করবে চীন
  2017-02-21 18:34:21  cri
ফেব্রুয়ারি ২১: উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি স্থগিত করবে চীন। এটি চীনের নিজস্ব আইন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

চীনের বাণিজ্য মন্ত্রী কাও হু ছেং আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩২১ নম্বর ধারা কার্যকর করবে চীন। এজন্য 'চীনের বৈদেশিক বাণিজ্য আইন' এবং বাণিজ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন ২০১৬ সালে প্রকাশিত ৮১ নম্বর ধারা অনুযায়ী ২০১৭ সালে উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি স্থগিত করবে।

২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040