বেইজিংয়ে সিপিসি'র নেতা ও ফিনল্যান্ডের সেন্টার পার্টির প্রতিনিধিদলের বৈঠক
  2017-02-21 16:26:52  cri

ফেব্রুয়ারি ২১: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সংগঠন বিভাগের প্রধান চাও ল্য চি এবং চীন সফররত ফিনল্যান্ডের সেন্টার পার্টির প্রতিনিধিদল গতকাল (সোমবার) বেইজিংয়ে বৈঠক করেছে। ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও সেন্টার পার্টির সাবেক চেয়ারম্যান মাত্তি ভানহানেন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। 

বৈঠকে চাও ল্য চি বলেন, চীন-ফিনল্যান্ড সম্পর্ক বর্তমানে ভালোভাবে উন্নত হচ্ছে। দু'দেশের নেতাদের মতৈক্যে দু'দেশের ভবিষ্যতে সম্মুখীন নতুন ধরনের সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কও সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। সিপিসি ও সেন্টার পার্টি উভয়ই নিজ দেশের ক্ষমতাসীন পার্টি। রাষ্ট্রপরিচালনা, পার্টির নির্মাণসহ বিভিন্ন বিষয়ে দু'পক্ষের যোগাযোগ জোরদার করা উচিত্।

ভানহানেন বলেন, রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা নিয়ে সিপিসি'র সঙ্গে যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক সেন্টার পার্টি। যাতে দু'পার্টি ও দু'দেশের সম্পর্ক আরও উন্নত হবে। (নীলাম্বর/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040