দীর্ঘকাল ধরে আর্থিক সাহায্য করায় চীনের প্রতি মঙ্গোলিয়ার কৃতজ্ঞতা
  2017-02-21 14:19:27  cri
ফেব্রুয়ারি ২১: চীন সফররত মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুনখ-ওর্জিল গতকাল (সোমবার) বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র কাছে চলমান দেশের অর্থনৈতিক সমস্যা, মঙ্গোলিয়ার সরকার ও আইএমএফের মধ্যে পৌঁছানো সহায়তা চুক্তির বিষয় তুলে ধরেন এবং দীর্ঘকাল ধরে মঙ্গোলিয়াকে অর্থ সহায়তা প্রদান করার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান ।

ওয়াং ই বলেন, দীর্ঘকাল ধরেই চীন প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। প্রতিবেশী দেশের সমস্যা থাকলে অবশ্যই সাহায্য দেবে বেইজিং। আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার মধ্য দিয়ে মঙ্গোলিয়ার অর্থনৈতিক সমস্যা সমাধানে প্রচেষ্টা চালানোর ঘোষণা করেন ওয়াং ই। আন্তর্জাতিক সমাজের সমর্থন ও জনগণের যৌথ প্রয়াসে মঙ্গোলিয়া যত দ্রুত সম্ভব অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠবে বলে বিশ্বাস করে চীন। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040