চীন-মঙ্গোলিয়া সম্পর্কের নতুন উন্নয়নকে স্বাগত জানিয়েছে বেইজিং
  2017-02-21 14:16:45  cri

ফেব্রুয়ারি ২১: চীন-মঙ্গোলিয়া সম্পর্কের নতুন উন্নয়নকে বেইজিং স্বাগত জানায় বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল (সোমবার) বেইজিংয়ে সফররত মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুনখ-ওর্জিলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, চীন ও মঙ্গোলিয়া গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন কূটনৈতিক নীতির গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে, দু'দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গড়ে তোলা হয়েছে। গত বছর দ্বিপাক্ষিক সম্পর্ক কিছু সমস্যার সম্মুখীন হয়, পরে মঙ্গোলিয়া ইতিবাচক পদক্ষেপ নিয়ে চীনের উদ্বেগ দূর করে। এবার বৈঠকের পর চীনের কেন্দ্রীয় স্বার্থকে সম্মান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মঙ্গোলিয়া।

তিনি আরো বলেন, দু'দেশের উচ্চপর্যায়ের আদান-প্রদান, বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে সহযোগিতা নিয়ে মত বিনিময় করা হয়েছে। মঙ্গোলিয়ার নেতৃবৃন্দকে চীনের 'এক অঞ্চল, এক পথ' বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ ফোরামে অংশগ্রহণে স্বাগত জানিয়েছে বেইজিং। দু'দেশের খনিজ সম্পদ ও পারস্পরিক যোগাযোগবিষয়ক সহযোগিতা কমিটির দ্বিতীয় অধিবেশন আয়োজন নিয়ে তারা একমত হয়েছেন।

তা ছাড়া, চীন-মঙ্গোলিয়া অবাধ বাণিজ্য চুক্তির প্রণয়ন, আন্তঃসীমান্ত মালামাল পরিবহনসহ বিভিন্ন খাতে মঙ্গোলিয়াকে সুবিধা ও সমর্থন দেবে বলে ঘোষণা করেছে চীন। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040