মঙ্গোলিয়া 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদারিঃ চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2017-02-21 11:27:13  cri
ফেব্রুয়ারি ২১: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে সফররত মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী টসেন্ড মুনখ-ওর্জিলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওয়াং ই বলেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের নিজের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চীন ও মঙ্গোলিয়া মতৈক্যে পৌঁছেছে যে চীনের 'এক অঞ্চল এক পথ' প্রস্তাব ও মঙ্গোলিয়ার 'গ্রাসল্যান্ড রোড'-এর সঙ্গে সংযুক্ত করে সরকারি সহযোগিতার স্মারক স্বাক্ষর করা হবে। মঙ্গোলিয়া চীনের এ গুরুত্বপূর্ণ প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশীদারি। তা শুধু দু'দেশের উন্নয়ন নয় আঞ্চলিক সার্বিক উন্নয়নের জন্যও অনুকূল।

তিনি আরো বলেন, চীন, মঙ্গোলিয়া ও রাশিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। সহযোগিতা জোরদার করা তিন পক্ষের স্বার্থের জন্য অনুকূল। চীন-মঙ্গোলিয়া-রাশিয়া অর্থনৈতিক করিডোর'কে বন্ধুত্বপূর্ণ, সহযোগিতা ও অভিন্ন স্বার্থ জড়িত একটি সেতু হিসেবে তৈরি করার ক্ষেত্রে চীন অন্য দুটো দেশের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040