চীনের পুঁজি বিনিয়োগকে স্বাগত জানায় কাঠমান্ডু: বেইজিংয়ে নেপালি রাষ্ট্রদূত
  2017-02-21 10:49:42  cri
ফেব্রুয়ারি ২১: বেইজিংয়ে নেপালের রাষ্ট্রদূত লিলা মানি পৌদেল বলেছেন, তার দেশ চীনের পুঁজি বিনিয়োগকে বরাবরের মতোই স্বাগত জানায়। তিনি গতকাল (সোমবার) বেইজিংয়ে নেপালি দূতাবাসে আয়োজিত বিনিয়োগসংক্রান্ত এক সেমিনারে এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, চীন ও ভারত বিশ্বের দু'টি বড় বাজার এবং দু'টিই নেপালের প্রতিবেশি। ফলে নেপালের ভৌগোলিক প্রাধান্য সুস্পষ্ট। তা ছাড়া, নেপাল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং এখানে শ্রমমূল্যও কম। নেপাল সরকার বিদেশি পুঁজি আকর্ষণের জন্য বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছে।

পৌদেল আরও বলেন, বর্তমানে নেপালে পানীয় জল ও বিদ্যুতের সংকট প্রকট। এ সংকটের সমাধান করা জরুরি। এ খাতে তাই চীনের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ আছে। তা ছাড়া, 'এক অঞ্চল, এক পথ' কৌশল দু'দেশের জন্যই সুযোগ বয়ে এনেছে।

উল্লেখ্য, নেপাল দূতাবাসে আয়োজিত সেমিনারের উদ্দেশ্য ছিল দেশটির বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়া এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগে আকৃষ্ট করা। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040