20170220huati.mp3
|
গত ১৯ ফেব্রুয়ারি চীনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলগুলোর শীতকালীন ছুটি শেষ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুখরিত হয়ে উঠেছে শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায়; শ্রেণিকক্ষগুলোতে শুরু হয়েছে পাঠদান।
সাধারণত চীনের দক্ষিণাঞ্চলের স্কুলগুলোর শীতকালীন ছুটি আধা মাস থেকে এক মাস পর্যন্ত হয়ে থাকে। আর চীনের উত্তরাঞ্চলের স্কুলগুলোর শীতকালীন ছুটি থাকে দেড় মাস থেকে দু'মাস পর্যন্ত।
চীনের বিশ্ববিদ্যালয়গুলোর শীতকালীন ছুটিও সমান নয়। উদাহরণস্বরূপ, চীনের রাজনীতি ও আইন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘতম ৫০ দিন শীতকালীন ছুটির ব্যবস্থা আছে। আবার হুয়া চোং নর্মল বিশ্ববিদ্যালয়ে স্বল্পতম ২৪ দিন ছুটি থাকে।
প্রশ্ন হচ্ছে: শীতকালীন বা অন্য যে-কোনো বড় ছুটি চীনের শিক্ষার্থীরা কীভাবে কাটায়? 'আজকের টপিক' আসরে আজ আমরা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো।
বন্ধুরা, 'আজকের টপিক' আসরে আপনাদের স্বাগত জানাই। (ইয়ু/আলিম)