আফগানিস্তানকে সহায়তায় চীনের ত্রাণসামগ্রী কাবুলে পৌঁছেছে
  2017-02-20 14:33:13  cri
ফেব্রুয়ারি ২০: আফগানিস্তানে ভয়াবহ তুষারপাতে সৃষ্ট দুর্যোগে সহায়তায় চীনের প্রথম দফার ত্রাণসামগ্রী গতকাল (রোববার) কাবুলে পৌঁছেছে। এ সময় বিমানবন্দরে একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত হয়। এতে আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং, আফগানিস্তানের দুর্যোগ পরিচালনা ও মানবিক ত্রাণবিষয়ক মন্ত্রী ওয়াইস আহমেদ বার্মাক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চীন সরকার ও জনগণকে কৃতজ্ঞতা জানান বার্মাক। তিনি বলেন, আফগানিস্তানের প্রয়োজনে চীন সবসময় সহায়তা করে থাকে। এবারের দুর্যোগে ত্রাণসামগ্রী প্রদান করা ছাড়াও দুর্যোগ কবলিত জনসাধারণের জন্য বাসা নির্মাণ করেছে চীন। এ জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আফগান জনগণ।

এদিকে, এ দুর্যোগে হতাহত ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানান ইয়াও চিং। ত্রাণসামগ্রী তাড়াতাড়ি দুর্গত মানুষের হাতে পৌঁছবে বলে তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য, শীতকালে আফগানিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ তুষারপাতে দুর্যোগ সৃষ্টি হয়। এ দুর্যোগে সহায়তায় ত্রাণসামগ্রী বহনকারী চীনের একটি বিমান রোববার কাবুলে পৌঁছায়। ত্রাণের মধ্যে রয়েছে তাঁবু, লেপ ও শীতের পোশাক ইত্যাদি। ত্রাণসামগ্রী বহনকারী দ্বিতীয় বিমানটি আগামী শনিবার পৌঁছাবে। (নীলাম্বর/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040