ফেব্রুয়ারি ১৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, 'দুই রাষ্ট্র' ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানের একমাত্র উপায় নয়। দু'পক্ষ রাজি থাকলে 'দুই রাষ্ট্র' বা 'এক রাষ্ট্র' প্রস্তাবকে সমর্থন দেবে তার দেশ। তিনি গতকাল (বুধবার) ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইসরাইল ও ফিলিস্তিন যাতে একটি কার্যকর শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে প্রচেষ্টা চালাবে তার প্রশাসন। তবে, তার জন্য দু'পক্ষকেই আলোচনায় বসতে হবে এবং ছাড় দিতে হবে। তিনি অধিকৃত অঞ্চলে ইহুদি বসতি নির্মাণের ক্ষেত্রে খানিকটা সংযম প্রদর্শনের জন্য নেতানিয়াহুকে পরামর্শও দেন।
এসময় নেতানিয়াহু বলেন, ইহুদি বসতি ফিলিস্তিন-ইসরাইল সমস্যার মূল কারণ নয়। শান্তি আলোচনায় এ সমস্যার সমাধান হবে।
নেতানিয়াহু আরও বলেন, ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনার দুটো পূর্বশর্ত আছে। প্রথমত, ইহুদি দেশ হিসেবে ইসরাইলকে ফিলিস্তিনের স্বীকার করে নিতে হবে; এবং দ্বিতীয়ত, এতদঞ্চলের নিরাপত্তার দায়িত্ব ইসরাইলের হাতে থাকবে—এ বাস্তবতা ফিলিস্তিনকে মেনে নিতে হবে। (নীলাম্বর/আলিম)