বাংলাদেশে উদযাপিত হয়েছে ৬ষ্ঠ বিশ্ব বেতার দিবস ২০১৭ : এবারের প্রতিপাদ্য "তুমিই বেতার"
  2017-02-15 15:46:00  cri


"তুমিই বেতার - রেডিও ইজ ইউ" এ্ই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে "৬ষ্ঠ বিশ্ব বেতার দিবস ২০১৭"। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। বিশ্বের

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে এই দিবসটি সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়েছে। এতে অংশ নেয় বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার, অন্যান্য আন্তর্জাতিক রেডিও, প্রাইভেট এফএম রেডিও, কামিউনিটি এফএম রেডিও এবং বেতারের সাথে সম্পৃক্ত শ্রোতা ও শ্রোতা ক্লাবের নেতৃবৃন্দ। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে রেডিও স্টেশনগুলোর পাশাপাশি বেতার শ্রোতা ও শ্রোতাক্লাব গুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি দিদারুল ইকবাল।

১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানী ঢাকায় বাংলাদেশ বেতারের জাতীয় বেতার ভবনে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল ইনু রঙিন বেলুন উড়িয়ে ৬ষ্ঠ বিশ্ব বেতার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক, উপ-মহাপরিচালক সহ বেতারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কলাকুশলী, শিল্পী, বিভিন্ন

আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিবৃন্দ, প্রাইভেট এফএম রেডিও, কামিউনিটি এফএম রেডিও'র প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত তিনশতাধিক শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ র‌্যালী শেষে সকলে অংশ নেয় জাতীয় বেতার ভবনের নিচতলায় বেতার যন্ত্র প্রদর্শনীতে।

বিশ্ব বেতার দিবস ২০১৭ উদযাপন নিয়ে আমি কথা বলেছি বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী, বেতারের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং শ্রোতা নেতৃবৃন্দের সাথে।

আমাদের সাথে রয়েছেন................

(১) হাসানুল হক ইনু, তথ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

(২) সালাউদ্দিন আহমেদ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার।

(৩) ড. মীর শাহ আলম, পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা।

(৪) মোফাজ্জল হোসেন, বেতার যন্ত্র সংগ্রাহক।

৬ষ্ঠ বিশ্ব বেতার দিবসের দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে ছিলো বেতার দিবসের উপর আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এম.পি। বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)ও অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। এছাড়া আলোচনা সভায় অরো অংশ নেন বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব, বিএনএনআরসি'র সিইও, বেসরকারী এফএম রেডিও ও কমিউনিটি রেডিও প্রতিনিধি এবং শ্রোতা ক্লাবের দু'জন নির্ধারিত প্রতিনিধির পক্ষ থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান ও কৈশরের অগ্রদূত বেতার শ্রোতাক্লাবের প্রতিনিধি।

বিকেলে বিশ্ব বেতার দিবসের 'থিম সং' দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আগুন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ইয়াসমিন মুসতারী সহ বেতারের জনপ্রিয় শিল্পীরা।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040